চলতি বছরের আগস্ট মাসে মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমার অভিনীত ‘ওএমজি ২’সিনেমাটি। সম্প্রতি অক্ষয়ের ক্যারিয়ারের ঝুলিতে ‘রাম সেতু’, ‘রক্ষাবন্ধন’-এর মতো একাধিক ফ্লপ ছবি যুক্ত হয়েছে।
ফ্লপ ছবির পাশাপাশি হিট ছবিতে অভিনয় করে অক্ষয়ের ক্যারিয়ার রেখচিত্র উপর-নীচে হতেই থাকে। কিন্তু ক্যারিয়ারের প্রথম ছবি অক্ষয়ের সঙ্গে, তাও আবার ছবিটি ফ্লপ— বলিপাড়া থেকে কী অভিজ্ঞতা অর্জন করেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী মানুষী চিল্লার?
২০১৭ সালে সৌন্দর্য প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকার করে নিজের পরিচিতি তৈরি করেছিলেন মানুষী। সমাজসেবার পাশাপাশি বিভিন্ন নামী সংস্থার বিজ্ঞাপনের প্রচারের সঙ্গেও যুক্ত হন তিনি।পাঁচ বছরের ব্যবধানের পর চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মাধ্যমে বলিপাড়ায় পা রাখেন মানুষী। প্রথম ছবিতেই অক্ষয়ের বিপরীতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। বড় মাপের তারকার সঙ্গে অভিনয় করলেও ভাগ্যের শিকে ছেঁড়েনি নায়িকার।
যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবির মোট বাজেট ছিল ১৭৫ কোটি রুপি। কিন্তু মুক্তির পর বক্স অফিস থেকে ৯০ কোটি রুপি উপার্জন করেছিল এই ছবি।
মানুষীর ক্যারিয়ারের প্রথম ছবি, তাও আবার ফ্লপ। এরপর অভিনয়জগৎ থেকে অল্প সময়ের জন্য হলেও বিরতি নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন মানুষী।
মানুষী বলেন, “আমি যখন প্রথম অভিনয়ে নেমেছিলাম তখন সকলে আমায় বলেছিলেন আমাকে অন্যদের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে।” কারণ বলিজগতের একাংশের ধারণা রয়েছে যে যারা মডেলিংজগৎ থেকে সরাসরি অভিনয়ে নামেন তাদের অনেক কিছু শিখতে হয়।ঐশ্বরিয়া রাই, প্রিয়াঙ্কা চোপড়ার মতো অভিনেত্রীরা সৌন্দর্য প্রতিযোগিতা থেকে ফিল্মজগতে গিয়ে জনপ্রিয় হয়ে উঠেছিলেন। অনেকেই ভেবেছিলেন মানুষীও বলিপাড়ায় নিজের ক্যারিয়ারের সিঁড়িতে তরতর করে উঠবেন।মানুষীর ক্যারিয়ারের রেখচিত্র গোড়াতেই নিম্নমুখী হয়ে পড়ে। তবে সেই কারণে অভিনয় ছেড়ে দেননি তিনি। বরং আরও কয়েকটি হিন্দি ছবিতে দেখা যাবে তাকে।
অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে মানুষীকে। এছাড়া জন আব্রাহমের সঙ্গে ‘তেহরান’ ছবিতে এবং বরুণ তেজের সঙ্গে ‘অপারেশন ভ্যালেন্টাইন’-এ দেখা যাবে তাকে।
মানুষীর মন্তব্য, প্রথম ছবি ফ্লপ করলেও তিনি ‘সম্রাট পৃথ্বীরাজ’ ছবিতে কাজ করে ছবি নির্মাণ প্রসঙ্গে অনেক কিছু শিখেছেন। যা পরবর্তীকালে তার ক্যারিয়ারে আকার দিতে সাহায্য করছে।
চলতি বছরে ভারতে একটি সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে জেনে আনন্দ প্রকাশ করেছেন মানুষী। তিনি জানান, এ যেন তার কাছে এক স্বপ্নপূরণের মতো।
মানুষী বলেন, “চীনে গিয়ে আমি সেরা সুন্দরীর খেতাব জিতেছিলাম। ওখানে কাজ করার প্রচুর সুযোগ ছিল। কিন্তু আমি জানতাম ভারতেও কাজ করার প্রচুর সুযোগ রয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এবার যখন সকলে ভারতে আসবেন তখন তারা বুঝতে পারবেন ভারতে কত কিছু রয়েছে।”