নির্বাচন নিয়ে কে কি বলল, এটা বড় কথা নয় : কৃষিমন্ত্রী

নির্বাচন নিয়ে কে কি বলল, এটা বড় কথা নয় : কৃষিমন্ত্রী

বাংলাদেশ

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন নিয়ে কে কি বলল, এটা বড় কথা নয়। হোক দেশি, কিংবা বিদেশি।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় ধনবাড়ী-মধুপুর নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়নের (এলডিডিপি) আওতায় ধনবাড়ীর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কার্যক্রম এবং এলডিডিপি প্রকল্পের মহিলা সদস্যদের মধ্যে মুরগির ঘর বানানো বরাদ্দের চেক বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ধনবাড়ীর নওয়াব মঞ্জিলে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আপনারা জানেন প্রায় ১৫ বছর শেষ হতে যাচ্ছে বর্তমান সরকারের। সামনে জাতীয় নির্বাচন। শেখ হাসিনা সরকারের অধীনে অনেক উন্নয়ন হয়েছে, যা বর্তমানে দৃশ্যমান। এমন কোনো খাত নেই উন্নয়ন হয়নি। এ উন্নয়নে দেশের জনগণ আবারও শেখ হাসিনার সরকারকে নির্বাচিত করবে। আমরা যে বাংলাদেশ সৃষ্টি করেছি এটা আরও উন্নত হবে। সারা পৃথিবীতে আমরা মর্যাদাশীল জাতি হয়ে মাথা উঁচু করে কথা বলব।

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে অভিভাবকদের বলেন, আপনাদের শিশুসন্তানদের এখন থেকে সঠিক যত্ম নিতে হবে। তাদের পুষ্টিকর ও নিরাপদ খাদ্য দিতে হবে। এতে মেধা আরও ভালো হবে। তাদের মেধা ভালো হলে দেশসেবায় এগিয়ে আসবে। তাই আপনারা সন্তানদের যত্ম নেবেন।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসলাম হোসাইন। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশীদ হীরা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, ভাইস চেয়ারম্যান শামছুল হুদা, জেব উন নাহার লিনা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহানাজ সুলতানা প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *