তামিম ইস্যু প্রভাব ফেলেনি ড্রেসিংরুমে, বললেন সাকিব

তামিম ইস্যু প্রভাব ফেলেনি ড্রেসিংরুমে, বললেন সাকিব

খেলাধুলা

ক’দিন আগে বাংলাদেশ দল ছিল সাজানো বাগান, আফগান সিরিজে এখন অনেকটাই এলোমেলা। ওয়ানডে সিরিজ হার, তামিম ইকবাল বিতর্ক মিলিয়ে দেশের ক্রিকেটের ওপর দিয়ে বয়ে গেছে বাদল দিনের ঝড়ো হাওয়া। অবশ্য সিরিজের তৃতীয় ওয়ানডের জয়ে স্বস্তি ফিরেছে কিছুটা।

সেটাকে সঙ্গী করে আগামীকাল শুক্রবার (১৪ জুলাই) আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। সেখানে প্রসঙ্গক্রমে উঠে আসে তামিম ইকবালের অবসর ইস্যু। বাংলাদেশের ওয়ানডে সিরিজ হার ও দলের আত্মবিশ্বাসে চিড় ধরার পেছনে যে বিষয়কে বড় করে দেখছে সবাই।

সাকিব অবশ্য তা মনে করেন না। তামিমের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাইরে থেকে দেখে অনেক কিছুই মনে হতে পারে। ড্রেসিংরুমে মনে হয় না আমরা কখনও খারাপ ছিলাম। পরিবেশ সবসময় ভালো ছিল, এখনও আছে। অবশ্যই ম্যাচের ফলের কারণে আপনারা ভাবেন ড্রেসিংরুমের অবস্থা ভালো না। কিন্তু, আমরা এখন সবসময় ভাবি কীভাবে নিজের খেলায় উন্নতি করে দলে অবদান রাখা যায়।‘

টি-টোয়েন্টিতে চলতি বছর ঘরের মাঠে দুটো সিরিজ খেলে জয় পেয়েছে দুটোতেই। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ তে ও আয়ারল্যান্ডকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে তারুণ্যনির্ভর দলটা খেলছে নির্ভীক ক্রিকেট। ওয়ানডের হতাশা ফেলে নতুন ফরম্যাটে নতুনভাবেই শুরু করবে বাংলাদেশ। ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসানও দিলেন সেই বার্তা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *