ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ, সড়কে যাত্রী ও গাড়ি কম

ঢাকায় আ.লীগ-বিএনপির সমাবেশ, সড়কে যাত্রী ও গাড়ি কম

বাংলাদেশ

ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করছে। একই দিনে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের সমাবেশ ঘিরে ঢাকার বিভিন্ন ব্যস্ততম সড়ক ফাঁকা দেখা গেছে। সড়কগুলোয় অন্যান্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা কম এবং মানুষের যাতায়াতও সীমিত।

বুধবার (১২ জুলাই) দুপুর ২টা থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হবে। আর বিকেল ৩টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট-সংলগ্ন স্থানে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ।

সকাল থেকে রাজধানীর শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী, প্রেস ক্লাব, হাইকোর্ট মোড়, গুলিস্থান, কাকরাইল, শান্তিনগর, মালিবাগ, রামপুরা, বাড্ডা, বিভিন্ন এলাকার সড়কে যানবাহনের তেমন চাপ নেই। গাড়িগুলো অনেকটা নির্বিঘ্নে চলাচল করছে। সড়কে যান ও যাত্রীর সংখ্যা তুলনামূলক কম। চানখাঁরপুল এলাকায় হানিফ ফ্লাইওভারের প্রবেশ ও বাহির হওয়ার সড়ক অনেকটাই ফাঁকা। শিক্ষা ভবন, হাইকোর্ট ও প্রেস ক্লাব এলাকার সড়কেও যানবাহনের বাড়তি চাপ দেখা যায়নি। শনিরআখড়া, কাজলা, যাত্রাবাড়ী ও গুলিস্থান এলাকায় যান চলাচলও স্বাভাবিক রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) চানখাঁরপুলে হানিফ ফ্লাইওভারের প্রবেশপথে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব থাকা আব্দুল আজিজ সংবাদমাধ্যমকে বলেন, সকাল থেকে রাস্তায় গাড়ি কম। অন্যান্য দিনের তুলনায় রাস্তায় মানুষের সংখ্যাও কম। দুই দলের সমাবেশের কারণে হয়তো গাড়ি কম চলাচল করছে।

হাইকোর্ট মোড়ে দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট সাইদুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, সকাল থেকে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে বাড়তি চাপ নেই।

ফার্মগেট পুলিশ ফাঁড়ির ইনচার্জ রেজাউর রহমান বলেন, সকাল থেকে বিজয় স্বরণি ও ফার্মগেট এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। সড়কে যাত্রী ও গাড়ির বাড়তি চাপ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *