আফগানিস্তান বিপক্ষে ভুলে যাওয়ার মতো একটা ওয়ানডে সিরিজ কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ বুধবার (১২ জুলাই) সিলেটে পৌঁছেছে বাংলাদেশ দল। একই দিন সিলেটে গেছে আফগান দলও। আগামী ১৪ ও ১৬ জুলাই সাকিব আল হাসানের নেতৃত্বে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশ যতটা ধারাবাহিক, টি-টোয়েন্টিতে অতটা না হলেও চলতি বছর ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে বাংলাদেশ চমৎকার খেলেছে। তারুণ্যনির্ভর এক দল নিয়ে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে সাকিব আল হাসানরা। ইংলিশ সিরিজের পর আয়ারল্যান্ডকেও বাংলাদেশ হারায় ২-১ ব্যবধানে।
ঘরের মাঠে এবার আরও একটি টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টিতে আফগানরা যথেষ্ট শক্ত প্রতিপক্ষ। তবে, বাংলাদেশকে আশা জোগাচ্ছে শেষ ওয়ানডেতে তাদের সাত উইকেটে হারানোর আনন্দ। সিরিজ হারালেও ঘুরে দাঁড়ানোটা আত্মবিশ্বাস দেবে বাংলাদেশকে।
তা ছাড়া, দ্বিতীয় মেয়াদে কোচ হয়ে এসে চন্ডিকা হাথুরুসিংহে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে সাহসী করে গড়ে তুলছেন। বিশেষ করে তরুণরা গত দুটি সিরিজে খেলেছে ডরহীন ক্রিকেট। ক্ষুদ্র এই সংস্করণে যা ভীষণ জরুরি। ওয়ানডে সিরিজের হতাশা ভুলে সম্পূর্ণ নতুন ফরম্যাটে নতুন ভেন্যুতে বাংলাদেশকে নিয়ে ভক্তদের প্রত্যাশা থাকবে ভালো কিছুর।