ক্রিস্টিয়ানো রোনালদোর বিলাসী জীবন সম্পর্কে কমবেশি সবাই জানেন। পর্তুগিজ সুপারস্টারের গ্যারেজ ভর্তি দামি গাড়ি। ব্যবহারের জন্য রয়েছে ব্যক্তিগত বিমান। পাঁচটি ব্যালন ডি’অর জয়ী তারকার সংগ্রহে থাকা হাতঘড়িগুলির বাজারদর জানলেও পাঠকের চোখ কপালে উঠতে পারে। বৃটিশ দৈনিক ডেইলি মেইল জানিয়েছে, রোনালদোর কালেকশনে প্রায় ৬৬ কোটি টাকার ঘড়ি রয়েছে। শৌখিন পর্তুগাল অধিনায়ক এবার নিজেই নামলেন ঘড়ির ব্যবসায়। খবরটি দিয়েছে মার্কিনী দৈনিক ‘বিজনেস ইনসাইডার’।
ব্যক্তি জীবনে খুব ফিটফাট ক্রিস্টিয়ানো রোনালদো। মাঠের বাইরে পর্তুগিজ সুপারস্টারের ঘড়িহীন হাত খুব কমই নজরে পড়েছে। ঘড়ি পরার শখ থেকেই হয়তো এবার খোদ ব্যবসায় নেমে গেলেন রোনালদো। বিজনেস ইনসাইডারের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম সেরা ঘড়ি ব্যবসায়ী প্রতিষ্ঠান ‘ক্রোনো২৪’-এর ব্যবসায় বিনিয়োগ করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
ক্রিস্টিয়ানো রোনালদো নিজেও ক্রোনো২৪-এর হাতঘড়ি ব্যবহার করে থাকেন। বিশ্ব বিখ্যাত কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আল নাসর তারকা বলেন, ‘লম্বা সময় ধরে ক্রোনো২৪-এর ঘড়ি সংগ্রহ এবং ব্যবহার করছি আমি। তাই এই কোম্পানির শেয়ারহোল্ডার হওয়ার বিষয়টি আনন্দদায়ক আমার কাছে।’