শরিফুল ইসলামের পর তাসকিন আহমেদের বোলিং তোপে দিশেহারা আফগানিস্তান। বাংলাদেশকে হোয়াইটওয়াশের মিশনে আগে ব্যাট করতে নেমে বড় বিপদে সফরকারীরা।
এক ওভারে দুই উইকেট নিয়ে শুরুতেই আফগানিস্তানকে চাপে ফেলে দিয়েছেন শরিফুল। এরপর তাসকিন আহমেদের শর্ট ডেলিভারিতে পুল করতে চেয়েছিলেন গুরবাজ। কিন্তু ব্যাটে-বলে ঠিকভাবে সংযোগ করতে পারেননি। বল চলে যায় উইকেটের পেছনে। অনেকটা লাফিয়ে উঠে দুর্দান্ত এক ক্যাচ নেন মুশফিকুর রহিম।
এরপর শরিফুলের শিকার মোহাম্মদ নবী। ভেতরের দিকে ঢোকা বলটা মিস করে গিয়েছিলেন নবী, আম্পায়ার মাসুদুর রহমানের এলবিডব্লিউর সিদ্ধান্ত রিভিউও করেন। তবে কাজে আসেনি সেটি। বল ট্র্যাকিং দেখিয়েছে, স্টাম্পে আঘাত করত বলটি। নবম ওভারে চতুর্থ উইকেট হারিয়ে ফেলেছে আফগানিস্তান। আফগানদের স্কোর ১০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১ রান।
সতর্ক শুরু করেছিলেন দুই আফগান ওপেনার। প্রথম ওভারেও শরীফুল ওভার দ্য উইকেট থেকে অফ স্টাম্পের বাইরে থেকে বের করে নিচ্ছিলেন বল। সে ফাঁদেই পা দেন ইব্রাহিম জাদরান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান শরির থেকে দূরে ব্যাট চালিয়ে খোঁচা দিয়েছেন, উইকেটের পেছনে বাকি কাজটা সহজেই করেছেন মুশফিকুর রহিম। আগের ম্যাচে ২৫৬ রান তোলা ওপেনিং জুটি আজ ভাঙল ৩ রানে, তৃতীয় ওভারের প্রথম বলেই।