বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা

খেলাধুলা

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে শ্রীলঙ্কা। ফাইনালে মূলপর্বে জায়গা করে নেওয়া নেদারল্যান্ডসকে বিধ্বস্ত করেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা।

গতকাল রোববার (৯ জুলাই) হারারেতে অনুষ্ঠিত ফাইনালে নেদারল্যান্ডসকে ১২৮ রানের বিশাল ব্যবধানে হারায় শ্রীলংকা। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৩৩ রান সংগ্রহ করলেও বোলারদের কল্যাণে দাপুটে জয় পায় লঙ্কান বাহিনী।

টস হেরে ব্যাটিংয়ে নেমে সাহান আরাচ্চিগের ফিফটি (৫৭), কুশল মেন্ডিসের (৪৩), চারিথ আসালঙ্কার (৩৬) ও ওয়ানিন্দু হাসারাঙ্গার (২৯) রানে মাঝারি পুঁজি পায় লঙ্কানরা। ডাচদের হয়ে বিক্রমজিৎ সিং, লোগান ফান বিক, রায়ান ক্লেইন ও সাকিব জুলফিকার দুটি করে উইকেট শিকার করেন।

২৩৪ রান তাড়া করতে নেমে লংকান বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে ম্যাক্স ও’ডাউড সর্বোচ্চ ৩৩ রান করেন। এ ছাড়া লোগান ফন বিক (২০) ও বিক্রমজিৎ (১৩) সিং দুই অঙ্কের দেখা পান। মহিশ থিকসানা ৪টি দিলশান মাদুশঙ্কা ৩টি ও হাসারাঙ্গার ২টি উইকেট শিকার করেন।

শ্রীলঙ্কার দিলশান মাদুশঙ্কা ফাইনাল সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ৬০০ রান ও ৩ উইকেট নিয়ে জিম্বাবুয়ের শন উইলিয়ামস টুর্নামেন্টসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *