ওয়েট অ্যান্ড সি: ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর কাদের

ওয়েট অ্যান্ড সি: ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর কাদের

বাংলাদেশ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১০ জুলাই) সকালে সচিবালয়ে এই বৈঠক হয়।

বৈঠক শেষে সাংবাদিকরা জানতে চান নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? জবাবে ওবায়দুল কাদের বলেন, লুকানোর কিছু নেই। বৈঠকে প্রধানত নির্বাচন নিয়েই আলোচনা হয়েছে।

বিরোধী দলগুলোর সঙ্গে সমঝোতার বিষয়ে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওয়েট অ্যান্ড সি। অনেক কিছুই জানতে পারবেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোনো উদ্বেগ নেই জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মূলত তারা এ দেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায়।

ওবায়দুল কাদের বলেন, সরকার নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে, যাতে সবার কাছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সংবিধান মেনে সেভাবেই নির্বাচন হবে দেশে।

সেতুমন্ত্রী বলেন, পর্যবেক্ষক আসবেন, কূটনীতিকরা আসবেন। তারা নির্বাচন মনিটরিং করবেন। তারা সরেজমিন দেখতে পাবেন কীভাবে নির্বাচন হচ্ছে। ভিয়েনা কনভেনশনের আওতায় তারা নির্বাচন পর্যবেক্ষণ করবেন। এ ক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *