আবারও পিএসজি ছাড়তে দলবদলের বাজারে আগুন লাগিয়েছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। তার ক্লাব ছাড়তে চাওয়ায় আর ক্লাবের প্রতি বিরুপ মন্তব্যের জেরে চটে গেছে পিএসজির মালিকপক্ষ থেকে শুরু করে এমবাপ্পের সতীর্থরাও। এদিকে, এমবাপ্পের ক্লাব ছাড়তে চাওয়ার পর থেকেই নতুন করে গুঞ্জন উঠেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন ফরাসি এই তারকা। তবে এমবাপ্পেকে দলে ভেড়ানোর খবরটি অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ।
স্প্যানিশ দৈনিক মার্কার এক খবরে জানা যায়, এমবাপ্পেকে দলে টানার খবরটি অস্বীকার করেছে রিয়াল। তাদের মধ্যে এখনও কোনো সমঝোতা বা আলোচনা হয়নি।
সামনের মৌসুম শেষেই পিএসজি ছাড়তে চান এমবাপ্পে। ইতোমধ্যে ক্লাবকে চিঠি দিয়ে সে কথা জানিয়েও দিয়েছে এমবাপ্পে। তবে এমবাপ্পের এভাবে ক্লাব ছাড়তে চাওয়ার বিষ্যটিকে ভালোভাবে নেয়নি ক্লাব কর্তৃপক্ষ।
পিএসজির মালিকপক্ষ থেকে এমবাপ্পেকে দুইটি শর্ত বেঁধে দেওয়া হয়েছে। শর্ত দুইটি হলো চুক্তি নবায়ন করতে হবে অথবা পিএসজিতে থাকতে থাকতেই অন্য ক্লাব খুঁজে নেওয়া। কারণ, আগামী মৌউস্ম শেষে ফ্রি এজেন্ট হয়ে গেলে এমবাপ্পের দলবদল থেকে কোনো অর্থ পাবে না পিএসজি।
পিএসজির সঙ্গে এমবাপ্পের চলমান এই বিবাদের মধ্যেই জানা গিয়েছিলো, এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদের কাছে বিক্রি করতে সম্মত হয়েছে পিএসজি। এমবাপ্পেকে দলে ভেড়াতে রেকর্ড পরিমাণ অর্থু খরচ করতে রাজি রিয়াল। ফরাসি অধিনায়ককে পেতে ২৫০ মিলিয়ন ইউরোর চুক্তিও নাকি করে ফেলেছে বলে জানা গেছে।
তবে মার্কার এক প্রতিবেদনে জানা যায়, এমবাপ্পেকে দলে টানার খবরটি অস্বীকার করেছে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। দুই পক্ষের মধ্যে নাকি কোন প্রকার আলোচনাও হয়নি এখনো।
প্রতিবেদনে অবশ্য আরও জানা যায়, মাদ্রিদ কর্তৃপক্ষ অস্বীকার করলেও এমবাপ্পের সঙ্গে চুক্তির বিষয়ে তারা সতর্কতার সঙ্গে এগোচ্ছেন। এমবাপ্পেকে দলে টানতে হলে যে বড় অঙ্কের একটা খরচ হবে সেই বিষয়টিও মাত্রহা রয়েছে রিয়াল কর্তৃপক্ষের।