বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী মৌসুমে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল খান। ফ্র্যাঞ্চাইজিটিরর সাথে গতকাল(৮ জুলাই) এক বছরের চুক্তি সই হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফ্র্যাঞ্চাইজিটির মালিক মিজানুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, ‘চুক্তি স্বাক্ষর হয়েছে। ইনশাআল্লাহ, আগামী বিপিএলে সে (তামিম) আমাদের দলে খেলবে। আইকন ক্রিকেটার হিসেবে ১ বছরের চুক্তিতে তাকে দলে নিয়েছি। তবে অধিনায়কত্ব করবে কিনা সেটা এখনই আমরা বলতে পারছি না।’
বিপিএলের গত দুই মৌসুমে ফরচুন বরিশালের অধিনায়ক ছিলেন, সাকিব আল হাসান। তার নেতৃত্বে ২০২২ বিপিএলের ফাইনালেও শিরোপা জিততে পারেনি। সবশেষ ২০২৩ মৌসুমে আর ফাইনালেও উঠতে পারেনি। শেষ চারে পরাজিত হয়ে বাদ পড়ায় সাকিবের একাগ্রতা নিয়ে প্রশ্ন তোলে ফ্র্যাঞ্চাইজিটি। বিষয়টি ইতিবাচকভাবে নেননি এ বিশ্বসেরা অলরাউন্ডার। তাই তিনি আগামী মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে না জড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। গত কয়েকদিন আগেই সাকিব যোগ দিয়েছেন রংপুর রাইডার্সে। সাকিবকে হারিয়ে তামিমের দিকে হাত বাড়িয়েছে বরিশাল।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের (বিপিএল) সামনের আসরে ফরচুন বরিশালের হয়ে খেলবেন তামিম ইকবাল। আইকন ক্রিকেটার হিসেবে দেশসেরা ওপেনারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
আগামী বছরের শুরুতে বিপিএলের আসর মাঠে গড়ানোর কথা। তবে ওই সময় জাতীয় নির্বাচন হবার সম্ভাবনা থাকায় এখনও দিন তারিখ নির্দিষ্ট করা যায়নি।