ব্রাজিলীয় তারকা নেইমার মানেই যেন বিতর্কের হাতছানি। মাঠের বাইরে তার আচার-আচরণ, ব্যবহার সব সময়ে বিতর্ক উস্কে দিয়েছে। সাম্প্রতিক সময়ে নানা নেতিবাচক কারণে উঠে এসেছেন খবরের শিরোনামে। যত সময় যাচ্ছে নেইমার যেন আরও খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বর্তমানে ফুটবলের অফ সিজন চলছে। আর এমন সময়ে দেশে ফিরেছেন ব্রাজিলীয় তারকা নেইমার। সেখানেই ঝামেলায় জড়িয়ে পড়েছেন তিনি। রিও ডি জেনিরোতে নাইট ক্লাবে ঝামেলায় জড়িয়ে পড়েন তিনি।
একটি মিউজিক কনসার্টে উপস্থিত হয়েছিলেন নেইমার। ব্রাজিলীয় শিল্পী থিয়াগিনহোর কনসার্টে গিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন তার অন্তঃসত্ত্বা বান্ধবী ব্রুনা বিয়ানকার্দি। সেই কনসার্টে অপর এক ব্যক্তির সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন নেইমার। প্রথমে প্রচণ্ড চেঁচামেচি হয়। সেখান থেকে তা গড়ায় হাতাহাতিতে। একে অপরের সঙ্গে ধাক্কাধাক্কি করতে শুরু করেন। নাইট ক্লাবের সিকিউরিটি হস্তক্ষেপ করতে বাধ্য হন।
এই ঘটনায় পরে নেইমার জনসমক্ষে তার অন্তঃসত্ত্বা বান্ধবীর কাছেও ক্ষমা চান। তাকে ঠকানোর জন্য জনসমক্ষে ক্ষমা চান তিনি। তার বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্কে থাকার পরেও তাকে ঠকিয়ে বহুগামিতায় মেতে ওঠার কারণে ক্ষমা চান তিনি।
সমস্যার এখানেই শেষ নয়। ব্রাজিলের উপকূলীয় শহর মাঙ্গারাটিবায় ১০ হাজার বর্গমিটারের নেইমারের একটি বাড়ি রয়েছে। সেখানেই একটি কৃত্রিম হ্রদ তৈরি করে সমস্যায় পড়েছেন তিনি। এই হ্রদ তিনি বেআইনিভাবে তৈরি করেছেন বলে স্থানীয় প্রশাসন দাবি করেছে। যার কারণে ৩.৩ মিলিয়ন মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।
২০১৭ সালে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তারপর থেকেই নানা সমস্যায় পড়তে হয়েছে তাকে। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, পিএসজি ছেড়ে নাকি নেইমার ফের যোগ দিতে পারেন বার্সেলোনাতে! ৩১ বছর বয়সী নেইমারকে পেতে আগ্রহী বেশ কিছু প্রিমিয়ার লিগের ক্লাবও। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা হওয়ার পাশাপাশি বেশ স্কিল ফুটবলও খেলতে পারেন তিনি। কিছু দিনের মধ্যেই পিএসজির প্রাক মৌসুম অনুশীলন শুরু হবে। সেখানেই যোগ দেবেন নেইমার। আগামী মাসেই জাপান সফর করবে পিএসজি দল। সেই সফরে দলের সঙ্গে থাকার কথা রয়েছে নেইমারেরও।