পুষ্পা টু’র আইটেম গানে কত কোটি পারিশ্রমিক নেবেন ঊর্বশী

পুষ্পা টু’র আইটেম গানে কত কোটি পারিশ্রমিক নেবেন ঊর্বশী

বিনোদন

 

বর্তমানে শুটিং চলছে বহুল প্রতীক্ষিত ছবি ‘পুষ্পা: দ্য রাইজ’ এর পার্ট টু ‘পুষ্পা: দ্য রুল’-এর। এই সিনেমার প্রথম পর্বে সাফল্যে যেমন অবদান রয়েছে আল্লু অর্জুন-রাশ্মিকা মান্দানাদের, ঠিক ততটাই রয়েছে এই ‘উ অন্তভা’ গানটির। শুধু গানের কথা বা সুর নয়, দক্ষিণী নায়িকা সামান্থা রুথ প্রভুর নাচের আবেদনে ব্যাপক উন্মাদনা দেখিয়েছিল দেশ-বিদেশের ভক্ত অনুরাগীরা।

এবার শোনা যাচ্ছে ছবির দ্বিতীয় পার্টের আইটেম নম্বরে দেখা যাবে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলাকে। সেই ৩ মিনিটের ‘উ অন্তভা’র গানটির জন্য প্রায় ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন সামান্থা। যদিও প্রথমে প্রস্তাব ফিরিয়ে দেন নায়িকা। শেষমেশ আল্লুর কথায় এই আইটেম নম্বর করতে রাজি হন তিনি।

অন্যদিকে, ঊর্বশী ‘আইটেম গার্ল’ বলে বেশ নামডাক রয়েছে বলিউডে। বেশ কিছু হিট নম্বরও রয়েছে তার। এবার শোনা যাচ্ছে, এই সিনেমার দ্বিতীয় ভাগে একটি বিশেষ নাচ থাকছে তার। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়, গানটির জন্য নাকি প্রায় ২ থেকে ৩ কোটি রুপি পারিশ্রমিক নেবেন ঊর্বশী।

এদিকে শোনা যাচ্ছে, রণবীর সিংহকেও নাকি দেখা যেতে পারে ‘পুষ্পা টু’-তে। এখনও পর্যন্ত ভারতজুড়ে একাধিক জায়গায় শুটিং করেছেন আল্লু অর্জুন ও সিনেমার গোটা টিম। আগামী বছর মে মাস নাগাদ মুক্তি পেতে পারে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *