আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াই। সেই লড়াইয়ে টস জিতলো তামিম ইকবালের পরিবর্তে বাংলাদেশের নেতৃত্বভার পাওয়া লিটন দাস। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে টাইগারদের খন্ডকালীন অধিনায়ক।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ২টায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে টাইগার অধিনায়ক লিটন দাস।
বলা যায় বাঁচা-মরার লড়াইয়ে নেমেছে বাংলাদেশ। প্রথম ম্যাচ হেরে যাওয়ায় জয় ছাড়া কোনো কিছু ভাবার সুযোগ নেই টাইগারদের। সিরিজে টিকে থাকতে হলে জিততেই হবে আজ।শুধু অধিনায়ক তামিম নয়, ব্যাটসম্যান তামিমের সার্ভিসও মিস করবে দল। তার পরিবর্তে দুই বছরের বেশী সময় পর একাদশে ফিরেছেন নাইম শেখ। সর্বশেষ ২০২১ সালের মে মাসে, শ্রীলঙ্কার বিপক্ষে খেলেন তিনি।
একাদশে পরিবর্তন আছে আরো একটি। তাসকিন আহমেদকে বিশ্রাম দেয়া হয়েছে, ফিরেছেন এবাদত হোসেন। সবাইকে খেলায় রাখতে প্রতি ম্যাচেই পেস কম্বিনেশন পরিবর্তনের ঘোষণা আগেই ছিল।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), নাইম শেক, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও মুস্তাফিজুর রহমান।