ভেঙেছে উদ্বোধনী জুটি, আবারো ফারুকির শিকার তামিম

ভেঙেছে উদ্বোধনী জুটি, আবারো ফারুকির শিকার তামিম

খেলাধুলা
‘আনলাকি থার্টিনে’ বিদায় নিলেন ওপেনার তামিম ইকবাল। ভাঙল বাংলাদেশের উদ্বোধনী জুটি। আরো একবার ফজলে হক ফারুকির শিকার হলেন টাইগার অধিনায়ক। ফিরলেন ২১ বলে ১৩ রান করে।

বাংলাদেশের সংগ্রহ এখন ৬.৫ ওভারে ৩০ রান। লিটন অপরাজিত আছেন ২০ বলে ৫ রানে।

প্রথম ১০ ওভার ব্যাটিং কঠিন হবে, তামিম নিজেই এমনটা বলেছিলেন মঙ্গলবার। সুবাদে আজ বেশ দেখে শুনেই খেলছিলেন বাংলাদেশ দলের দুই ওপেনার। ফলে প্রথম ৬ ওভারে বাউন্ডারি এসেছিল মোটে একটি।

তবে শেষ রক্ষা হলো না। ফারুকির বল কাট করতে চেয়ে আলতো করে ব্যাট চালিয়েছিলেন তিনি। যা তার ও দলের জন্য বিপদের কারণ হয়। এই নিয়ে চারবার ফারুকির বিপক্ষে খেলতে নেমে চারবারই তার শিকার হলেন তামিম।এর আগে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়।

গত মে মাসে চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এবাদত হোসেন, রনি তালুকদার ও মৃত্যুঞ্জয় চৌধুরী পরিবর্তে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে একাদশে সুযোগ হয়েছে সাকিব আল হাসান, আফিফ হোসেন ও তাসকিন আহমেদের।

মার্চে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন আফিফ। এরপর ঘরে ও বিদেশের মাটিতে আয়ারল্যান্ডের বিপক্ষে দু’টি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ মিস করেন ২৫ ওয়ানডেতে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৫৪২ রান করা আফিফ।

তিন পেসার তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিবের সাথে স্পিন বিভাগে আছেন মেহেদি হাসান মিরাজ।

আফগানিস্তানের হয়ে এ ম্যাচে অভিষেক হচ্ছে পেসার মোহাম্মদ সেলিমের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ : হাশমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, রশিদ খান, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি ও সেলিম সাফি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *