প্রিয়াঙ্কার মন্তব্যে উত্তাল নেটদুনিয়া

প্রিয়াঙ্কার মন্তব্যে উত্তাল নেটদুনিয়া

বিনোদন
প্রিয়াঙ্কা চোপড়া এখন গ্লোবাল স্টার। বিদেশে পাড়ি দিলেও তার শুরুটা ভারতীয় সিনেমার হাত ধরেই হয়েছিল। সেই ভারতীয় সিনেমা সম্পর্কেই বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।

২০১৬ সালে এমি অ্যাওয়ার্ডসে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই তার কাছে ভারতীয় সিনেমা সম্পর্কে জানতে চাওয়া হয়। তখন প্রিয়াঙ্কা বলেন, ‘দেখুন ভারতীয় সিনেমা মানেই বক্ষযুগল আর নিতম্ব।’ এরপরই নেচে দেখাতে থাকেন অভিনেত্রী। সঞ্চালিকার এই নাচ বেশ পছন্দ হয়।

অবশ্য প্রিয়াঙ্কার এই মন্তব্য একেবারে পছন্দ হয়নি নেটিজেনদের। পুরনো ভিডিও নতুন করে ভাইরাল হতেই অভিনেত্রীকে একহাত নিয়েছেন অনেকে। মন্তব্যে অনেকেই বলেছেন, ‘ভালোই হয়েছে এখান থেকে চলে গিয়েছে, কিছু মানুষের সাদা চামড়ার স্বীকৃতি না পেলে হয় না।’

একজন লিখেছেন, ‘প্রিয়াঙ্কা চোপড়া ভারতের শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে কিছু জানেন না, যা থেকে একাধিকবার বলিউড অনুপ্রেরণা পেয়েছে। শ্রীদেবী, বৈজন্তীমালা, ঐশ্বর্য ভরতনাট্যম শিখেছেন, মাধুরী কত্থক, মীনাক্ষী শেষাদ্রি ওড়িশি ও কত্থক-সহ অন্যান্য নৃত্যকলাও শিখেছেন। এমনকী আলিয়া এফ-এরও কত্থকের প্রশিক্ষণ রয়েছে। এ সমস্ত নৃত্যশৈলীর অবদান বলিউডে রয়েছে। যদিও প্রিয়াঙ্কাকে সাদা চামড়ার মানুষদের ধারণা অনুযায়ীই কথা বলতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *