পায়রায় খালাসের অপেক্ষায় ৩৬ হাজার মেট্রিক টন কয়লা

পায়রায় খালাসের অপেক্ষায় ৩৬ হাজার মেট্রিক টন কয়লা

বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ার পায়রা ১৩২০ মেগাওয়াট কয়লা বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩৬ হাজার ৬শত মেট্রিকটন কয়লা নিয়ে বুধবার (৫ জুলাই) পায়রা বন্দরে ইনারে এ্যাংকর করবে কয়লা বাহী জাহাজ এম ভি জাদুর।

ইন্দোনেশিয়ার বালিক পানান বন্দর থেকে গত ২ জুলাই ৯  দশমিক ৭৫ মিটার গভীরতার জাহাজটি পায়রা বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ পরিচালক আজিজুর রহমান জানান, আজ বুধবার সন্ধ্যায়  মাদার ভ্যাসেলটি পায়রা বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙর করবে। সেখান থেকে লাইটারেজে করে ৭ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা খালাসের পরে জাহাজটি তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেয়া হবে।

২৫ জুন পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন শুরু হওয়ার পর পায়রা বন্দরে এক লাখ ১৪ হাজার ৩৭৭ মেট্রিক টন কয়লা নিয়ে পরপর তিনটি জাহাজ পায়রা বন্দরে আসে।পর্যায়ক্রমে ৭ লাখ ২৩ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে একাধিক জাহাজ পায়রা বন্দরে আসবে বলে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *