বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর মালামাল (নির্মাণ সামগ্রী) নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে বিদেশি জাহাজ এম.ভি এভার ভেনটেজ। আজ মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১টার দিকে ভিয়েতনাম থেকে আসা এ জাহাজাটি বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়ে। জাহাজটি হতে দুপুর দুইটা থেকে পণ্য খালাসের কাজ শুরু হবে। সাথে সাথে খালাসকৃত মালামাল নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে।

বিদেশি এ জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট হক এন্ড সন্স লিমিটেড এর খুলনার অপারেশন ম্যানেজার শওকত আলী জানান, বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে গত ২২ জুন ভিয়েতনামের হাইফং বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে পানামা পতাকাবাহী জাহাজ এম.ভি এভার ভেনটেজ। জাহাজটি আজ (মঙ্গলবার) বেলা ১১টার দিকে মোংলা বন্দরের ৫ নম্বর জেটিতে ভিড়েছে। এ জাহাজটিতে বঙ্গবন্ধু রেল সেতুর ১ হাজার ৯৫২ দশমিক ৪৪২ মেট্রিক টন ওজনের ২৩৯ প্যাকেজ মালামাল (বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী) এসেছে। দুপুর দুইটা থেকে জাহাজ হতে এ পণ্য খালাসের কাজ শুরু হবে। খালাসের সাথে সাথে মালামাল নৌযানে করে নদীপথে নেওয়া হবে বঙ্গবন্ধু রেলসেতুর ডিপোতে। জাহাজটি হতে সমুদয় মালামাল খালাসে সময় লাগবে তিন থেকে চার দিন।

গত ১৭ মে এম.ভি সান ইউনিটি, ৫ মার্চ এম.ভি হাইডং-০৯ ও ২১ ফেব্রুয়ারি এম.ভি জুপিটার ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *