যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৪। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের বরাত দিয়ে (ইএমএসসি) বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর বেসামরিক প্রতিরক্ষা কার্যালয় নিশ্চিত করেছে, যেসব এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে, সেসব এলাকায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বন্দরে সম্ভাব্য ঢেউয়ের কারণে নৌকা ও উপকূলীয় জনগোষ্ঠীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থার পক্ষ থেকে বলা হয়, যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল, ব্রিটিশ কলাম্বিয়া এবং আলাস্কায় সুনামির কোনো আশঙ্কা নেই।
মেক্সিকান সিভিল ডিফেন্স অফিস টুইটারে জানিয়েছে, যে অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে, সেখানে সমুদ্রের পানি কয়েক সেন্টিমিটার বাড়তে পারে।