মেসি মিয়ামিতে যাচ্ছেন, জানতেন নেইমার

মেসি মিয়ামিতে যাচ্ছেন, জানতেন নেইমার

খেলাধুলা
সব জল্পন-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নিজের নতুন ঠিকানা হিসেবে ইন্টার মিয়ামিকেই বেঁছে নিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।  পিএসজি ছেড়ে লিওনেল মেসির ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই জানতেন নেইমার। এমনটি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা নিজেই। 

আর্জেন্টাইন এই সতীর্থের প্যারিস ছাড়া প্রসঙ্গে ব্রাজিলের একটি ইউটিউব চ্যানেলে অনুভূতি জানাতে গিয়ে নেইমার দাবি করেন, ‘আমি আগে থেকেই সব জানতাম।’

এই মুহূর্তে ছুটি কাটাতে মিয়ামিতে আছেন নেইমার। সেখানে বুধবার মিয়ামি হিট বনাম ডেনভার নাগেটসের মধ্যকার এনবিএ ফাইনাল ম্যাচটি দেখতে স্টেডিয়ামে গিয়েছিলেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

২০১৩-১৭ সাল পর্যন্ত বার্সেলোনায় মেসির সঙ্গে খেলা নেইমার গত দুই মৌসুমে আবারো আর্জেন্টাইন সুপারস্টারের সঙ্গে পিএসজিতে খেলেছেন। নেইমার বলেন, ‘আমি জানতাম সে মিয়ামিতে আসবে। আমরা ইতোমধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছি। আমি তাকে জানিয়েছি মিয়ামিতে সে বেশ আনন্দেই থাকবে। মেসির জন্য আমি দারুন খুশি। একইসঙ্গে চলে যাচ্ছে বলে কিছুটা খারাপ তো লাগছেই।’

ইনজুরি আক্রান্ত মৌসুমের পর নেইমারেরও পিএসজির ভবিষ্যত শঙ্কার মধ্যে পড়েছে। মেজর লিগ সকারকে নতুন এক উচ্চতায় নিয়ে যাওয়ার ক্ষেত্রে মেসি সহায়তা করবেন বলেও নেইমার আত্মবিশ্বাসী। এ সম্পর্কে নেইমার বলেন, ‘এই লিগ আরো বেশি জনপ্রিয়তা পাবে। দর্শকসংখ্যা বাড়বে এবং এতে কার্যত এখানকার ফুটবলই এগিয়ে যাবে। এর সঙ্গে জড়িত প্রতিটি মানুষ উপকৃত হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *