প্রাথমিক ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ

প্রাথমিক ক্যাম্পেও নেই মাহমুদউল্লাহ

খেলাধুলা

বাংলাদেশ দলের সবশেষ দুই সিরিজে স্কোয়াডে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরও নির্বাচকদের বিশ্বকাপ ভাবনায় অভিজ্ঞ এই তারকা আছেন বলেই মনে হচ্ছিল। বিশেষ করে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও সেই ধারণাই দিয়েছিলেন সাংবাদিকদের। কিন্তু এরপরও আসছে আফগানিস্তান সিরিজের প্রাথমিক ক্যাম্পেই ডাক পাননি মাহমুদউল্লাহ।

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। সিরিজটি সামনে রেখে আজ থেকে ক্যাম্প শুরু করেছে টাইগাররা। তিন সংস্করণের জন্য টিম ম্যানেজমেন্টকে ২৬ জনের দল দেওয়া হয়েছে। এই দলে মাহমুদউল্লাহর না থাকার কথা সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন দলের টিম ম্যানেজার নাফিস ইকবাল। যদিও বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে দল জানায়নি।

জাতীয় দলের সাবেক ওপেনার নাফিস বলেন, ‘(মাহমুদউল্লাহ) থাকলে তো দেখতেন।’ প্রাথমিক ক্যাম্প নিয়ে নাফিস বলেন, ‘আজ প্রথমে লাল বলের অনুশীলন হয়েছে। পরে সাদা বলের খেলোয়াড়েরা অনুশীলন করেছে। দল দেওয়ার পর আলাদাভাবে অনুশীলন হবে।’

গত মার্চে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর ওয়ানডে দলে জায়গা হারান মাহমুদউল্লাহ। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ও ইংল্যান্ডের মাঠে হওয়া সিরিজে স্কোয়াডে ছিলেন না তিনি। এর আগে টি-টোয়েন্টি থেকে বাদ পড়েছিলেন। টেস্ট থেকে অবশ্য অবসর নিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *