আমরা সংঘাত-অশান্তি চাই না : প্রধানমন্ত্রী

আমরা সংঘাত-অশান্তি চাই না : প্রধানমন্ত্রী

বাংলাদেশ

প্রধানমন্ত্রী শেখহাসিনা বলেছেন, ‘আমরা সংঘাত ও অশান্তি চাই না। আমরা চাই মানুষের উন্নতি।’

আজ রোববার (২৮ মে) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি শান্তি পদকপ্রাপ্তির ৫০ বছরপূর্তি’ উদযাপন উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জুলিও কুরি শান্তি পদক পেয়েছেন, শান্তির বাণী শুনিয়েছেন। কিন্তু তাঁকে জীবন দিতে হয়েছে। আমরা আর অশান্তি চাই না, সংঘাতও চাই না।’

২০০৮ সালের নির্বাচনের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ বিরাজমান রয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশ এখন আর্থ-সামাজিক উন্নয়ন করতে সক্ষম হয়েছে। আমরা পরিকল্পিতভাবে দেশের মানুষের উন্নয়ন কাজ করে চলেছি। দেশে এখন দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে কমে ১৮ শতাংশে এসেছে। সাক্ষরতার হার বেড়েছে, আয়ুষ্কাল বেড়েছে। মানুষ এখন আর ভিক্ষা করে চলে না। স্থিতিশীল পরিবেশের কারণেই এত অর্জন সম্ভব হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *