নিন্দনীয় হলেও পৃথিবীতে যুগ যুগ ধরে বর্ণবাদী আচরণ হয়ে আসছে। ক্রীড়াঙ্গনও তার বাইরে নয়। সম্প্রতি ক্রীড়াঙ্গনে তা যেন মাথাছাড়া দিয়ে উঠেছে। লা লিগায় বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়র। এর প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছে ব্রাজিল। তারই অংশ হিসেবে আফ্রিকার দুটি দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে তারা।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) আফ্রিকার দুটি দেশের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছে। পাঁচবারের বিশ্বজয়ীদের দুই প্রতিপক্ষ হলো- গিনি ও সেনেগাল। গিনির বিপক্ষে ম্যাচটি আগামী ১৭ জুন ও সেনেগালের বিপক্ষে ম্যাচটি এর তিনদিন পর অনুষ্ঠিত হবে। খবর ইএসপিএন ফুটবলের।