রাফিয়াথ রশিদ মিথিলা। জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। যিনি মিথিলা নামেই বেশি পরিচিত। আজ বৃহস্পতিবার (২৫ মে) এই অভিনেত্রীর জন্মদিন। ১৯৮৪ সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই অভিনেত্রী।
রাফিয়াথ রশিদ মিথিলা অভিনয়ের বাইরে বর্তমানে ব্র্যাক ইন্টারন্যাশানালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন।
শিহাব শাহীন পরিচালিত ওয়েব সিরিজ ‘মাই শেলফ অ্যালেন স্বপন’-এ সাবলীল অভিনয়য়ের জন্য মিথিলা আবারও আলোচনায় এসেছেন। এই ওয়েব সিরিজে অভিনয়ের কারণে বেশ কিছুদিন যাবত ধারাবাহিকভাবেই আলোচনায় আছেন তিনি। যেহেতু মিথিলা কলকাতার নির্মাতাকে বিয়ে করেছেন। তাই তিনি কখনও ঢাকায় থাকেন, আবার কখনও কলকাতা থাকেন।
ঢাকা ও কলকাতায় মিথিলা অভিনীত ‘অমানুষ’ ‘নুলিয়াছড়ির ‘সোনার পাহাড়’, ‘কাজলরেখা’, ‘জলে জ্বলে তারা’, ‘মায়া’, ‘মেঘলা’ ও ‘নীতিশাস্ত্র’ সিনেমাগুলো মুক্তির অপেক্ষায় রয়েছে।