পরিচালক করণ জোহরের জন্মদিনে প্রকাশ্যে এলো ‘রকি অর রানি কি প্রেম কাহানি’র ফার্স্ট লুক পোস্টার। এতে আরও একবার একসঙ্গে দেখা যাবে, রণবীর সিং আর আলিয়া ভাটকে।
আজ বৃহস্পতিবার (২৫ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ্যে এলো ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে রণবীরকে দেখা গেছে, ফাঙ্কি সানগ্লাস ও গলায় একটি সোনার চেন পরে। শার্টের খোলা বোতামের এক পাশে ফাঁক থেকে চোখে পড়ছে চওড়া ছাতি। আরেক পোস্টারে দেখা গেছে, রণবীর সিং জ্যাকেট পড়েছেন। আর আলিয়াকে দেখা গেছে মিষ্টি লুকে। চোখে কাজল, কপালে কালো টিপ। নাকে নথ। খোলা চুল। যা মুগ্ধ করেছে নেটিজেন ও সিনেমাপ্রেমীদের।
‘রকি অর রানি কি প্রেম কাহানি’ দিয়ে লম্বা বিরতির পরে পরিচালনায় ফিরেছেন করণ জোহর। এই বছরের শুরুতে চলচ্চিত্র নির্মাতা করণ জোহর তার আসন্ন ‘রকি অর রানি কি প্রেম কাহানির’ শুটিং শেষ করেছেন। ‘রকি অর রানি কি প্রেম কাহানি’ হলো একটি আসন্ন ভারতীয় হিন্দি ভাষার রোমান্টিক কমেডি চলচ্চিত্র, যা করণ জোহর পরিচালিত। এটি ঈশিতা মৈত্রা, শশাঙ্ক খৈতান এবং সুমিত রায় লিখেছেন।
এই সিনেমায় আলিয়া ভাট, রণবীর সিং ছাড়াও অভিনয় করেছেন ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও শাবানা আজমি। ছবিটি ২৮ জুলাই মুক্তি পাবে।এর আগে ‘গাল্লি বয়’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন রণবীর সিং ও আলিয়া ভাট। এটি একসঙ্গে তাদের দ্বিতীয় সিনেমা।