যুক্তরাষ্ট্রের কানসাস শহরের একটি নাইটক্লাবে বন্দুকধারীর গুলিতে ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও দুই জন। যুক্তরাষ্ট্রের মিসৌরি রাজ্যের কানসাস শহরের একটি নাইটক্লাবে স্থানীয় সময় রোববার রাত দেড়টার সময় গুলিতে হতাহতের এই ঘটনা ঘটে।
পুলিশের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, কানসাস শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জে রোববার রাত দেড়টার দিকে গুলি চালানোর খবর পায় পুলিশ। এরপর ঘটনাস্থলে গিয়ে কর্মকর্তারা প্রাপ্তবয়স্ক ৫ ব্যক্তিকে হতাহত অবস্থায় দেখতে পায়।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহতদের একজনের মরদেহ ভেতরে এবং আরেকজনের মরদেহ লাউঞ্জের বাইরে ছিল। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার সময় আরও একজন মারা যায়। বাকি দুজনের ভেতর একজনের অবস্থা আশঙ্কাজনক। তবে আরেকজনের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ তদন্ত করছে। যে কোনো তথ্য পেলে তা পুলিশকে জানানোর অনুরোধ জানিয়েছে সিটি পুলিশ।