রোনালদোর ছেলের গায়ে বার্সেলোনার জার্সি

রোনালদোর ছেলের গায়ে বার্সেলোনার জার্সি

খেলাধুলা

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়েছেন বেশ ক’বছর আগে। স্পেনের ক্লাবটির সফল খেলোয়াড়ের তালিকায় অবশ্য পর্তুগিজ সুপারস্টার সব সময়ই থাকবেন উপরের দিকে। কিন্তু বাবা লস ব্লাঙ্কোসদের কিংবদন্তি হলে কি হবে, ছেলে মাতেও কিন্তু বার্সেলোনার ভক্ত!

হ্যাঁ, এমনটা বলাই যায়। কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোর ছেলের বার্সেলোনার জার্সিতে নাচের ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়েছে।

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ কখনো এক হতে পারে এমনটা ভাবাই যায় না। শিশুদের মনে যদিও এসব প্রতিদ্বন্দ্বিতা কখনোই মাথায় থাকে না। যেটা তাদের পছন্দ হবে, সেটাই পরবে। রোনালদোরে ছেলের ক্ষেত্রেও বিষয়টা এমনই হয়তো হয়েছে।কিন্তু তারপরও রোনালদোর ছেলে বলে তো কথা! তাই তো মাতেও বার্সেলোনার জার্সি গায়ে দেওয়ায় তা খবরের শিরোনাম হয়েছে স্বাভাবিকভাবেই।

রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে তাদের তিন সন্তান বিছানার উপর লাফাচ্ছে। এই তিন জনের একজনের গায়ে ছিল বার্সেলোনার জার্সি।

এখন সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলা রোনালদো বার্সেলোনার বিপক্ষে খেলেছেন মোট ৩৪ ম্যাচ। এর মধ্যে জিতেছেন রেকর্ড ১০ ম্যাচে, ড্র ৯টিতে ও হার ১৫টিতে।

বার্সেলোনার বিপক্ষে ক্যারিয়ারে মোট ২০ গোল করেছেন রোনালদো। রিয়ালে থাকা অবস্থায় প্রায়ই বার্সেলোনার পথের কাটা হতে তিনি। নয় বছরের রিয়াল অধ্যায়ে ক্লাবটির হয়ে ৪৫১ ম্যাচে রোনালদোর গোল ৪৩৮টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *