সাফে লেবাননের গ্রুপে বাংলাদেশ

সাফে লেবাননের গ্রুপে বাংলাদেশ

খেলাধুলা

 

সাফে লেবাননের গ্রুপে বাংলাদেশসাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো অতিথি দল হিসেবে খেলতে আসছে লেবানন। ২১ জুন থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে তাদের সঙ্গেই একই গ্রুপে পড়েছে ২০০৩ সালের চ্যাম্পিয়ন বাংলাদেশ।
আজ বুধবার ভারতের দিল্লিতে ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত হয়েছে। সেখানে টুর্নামেন্টে ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে এগিয়ে থাকা লেবানন (৯৯) ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে (১০১) দুই গ্রুপে রেখে ড্র করেছে আয়োজকরা।

‘বি’ গ্রুপে লেবানন ও বাংলাদেশ ছাড়াও আছে দুইবারের চ্যাম্পিয়ন মালদ্বীপ (১৫৪) ও ভুটান (১৮৫)।
অন্যদিকে ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও রয়েছে কুয়েত (১৪৩), নেপাল (১৭৪) ও পাকিস্তান (১৯৫)। বেঙ্গালুরুতে ৩ জুলাই পর্যন্ত হবে এই টুর্নামেন্ট।

দিল্লিতে সাফের ড্রতে অংশ নেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে ও সাধারণ সম্পাদক সাজি প্রভাকরণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *