আইএমএফ উপদেশ দিয়েছে, কোনো শর্ত দেয়নি: পরিকল্পনামন্ত্রী

আইএমএফ উপদেশ দিয়েছে, কোনো শর্ত দেয়নি: পরিকল্পনামন্ত্রী

বাংলাদেশ
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, প্রয়োজনেই সরকার আইএমএফের কাছে হাত পেতেছে, এ সুযোগে কিছু উপদেশ দিয়েছে তারা। তবে কোনো শর্ত দেয়নি।

সোমবার (১৫ মে) সিপিডি-নাগরিক প্লাটফর্ম সংলাপে এসব কথা বলেন পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ কোনো শর্ত দেয়নি, প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে। কর ও ঋণখেলাপি পুরনো রোগ হলেও এটা দূর করতে সরকারকেও অনেক সময় চিন্তায় পড়তে হয় বলে জানান তিনি।

অনুষ্ঠানে সিপিডির ফেলো এবং এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফরমের আহবায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, আইএমএফের ঋণ দিয়ে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। সিপিডির ফেলো ড. মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দেশের বাজেট টাকার অংকে বড় হলেও জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম। তাই বাজেটে কর ও ঋণ খেলাপিদের সুযোগ না দিয়ে আইনী ব্যবস্থা নেয়ার তাগিদ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *