ভাটার সময় আঘাত করায় জলোচ্ছ্বাসের শঙ্কা কম: দুর্যোগ প্রতিমন্ত্রী

ভাটার সময় আঘাত করায় জলোচ্ছ্বাসের শঙ্কা কম: দুর্যোগ প্রতিমন্ত্রী

বাংলাদেশ
অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা ভাটার সময় আঘাত শুরু করায় জলোচ্ছ্বাসের শঙ্কা কমে এসেছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান।

রবিবার (১৪ মে) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।

মন্ত্রী জানান, সকাল ছয়টা থেকে মোখা’র অগ্রভাগ টেকনাফ উপকূল অতিক্রম করছে। দুপুর তিনটার মধ্যে এটি উপকূল পার হয়ে যাবে। ভাটার কারণে জলোচ্ছ্বাসের শঙ্কা কম। শুকরিয়া জানাই ঝড়টি খুব একটা ক্ষতি করবে না। তবে অতিক্রমের সময় ঝড়ের গতিবেগ বেশি থাকলে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে।

তিনি আরও বলেন, যে অবস্থাই হোক, সবধরনের প্রস্তুতি রয়েছে। ঝড়ের গতিবেগ পরিবর্তনের কারণেই আঘাত হানার সময় পরিবর্তন হয়েছে। ১৮টি সংস্থার তথ্য বিশ্লেষণ করে ঝড় সম্পর্কে তথ্য দেয়া হয়েছে। যা আশিভাগেরও বেশি সঠিক। আশ্রয়কেন্দ্রের ব্যবস্থাপনায় কিছু ত্রুটি পাওয়া গেছে, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। পর্যাপ্ত খাবার ও অর্থ বরাদ্দ দেয়া আছে। পর্যটকরা হোটেল ছিলেন, তাদেরকে সীবিচ থেকে দূরে নিরাপদে রাখা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *