হিথ স্ট্রিকের অবস্থা সংকটাপন্ন

হিথ স্ট্রিকের অবস্থা সংকটাপন্ন

খেলাধুলা

গুরুতর অসুস্থ বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক। ক্যানসারে আক্রান্ত তিনি। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।

জিম্বাবুয়ের ক্রীড়া মন্ত্রী শনিবার টুইটারে লিখেছেন, ‘হিথ স্ট্রিক তার শেষ পর্যায়ে রয়েছেন। তার পরিবার যুক্তরাষ্ট্র থেকে দক্ষিণ আফ্রিকার পথে। একমাত্র অলৌকিক কোনো ঘটনাই তাকে বাঁচাতে পারবে। প্রার্থনা করুন।’দেশটির সাবেক শিক্ষা, ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি মন্ত্রী ডেভিড কোল্টার্ট লিখেছেন, ‘আমাদের দেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিথ স্ট্রিক খুবই অসুস্থ এবং তার এখন আমাদের প্রার্থনা প্রয়োজন। অনুগ্রহ করে আমরা সবাই তার এবং তার পরিবারের জন্য প্রার্থনা করি।’

শনিবার ক্রিকেটওয়েবসাইট ক্রিকবাজের সঙ্গে আলাপচারিতায় স্ট্রিকের শারীরিক অবস্থা তুলে ধরেন জিম্বাবোয়ের বর্তমান অধিনায়ক শন উইলিয়ামস।

তিনি জানান, ‘হিথের কোলন ও লিভারের ক্যানসার এখন চতুর্থ স্তরে। এই পর্যায়ে আমি যা জানি তা হলো, হিথের পরিবারকে দক্ষিণ আফ্রিকায় তার কাছে যাওয়ার জন্য ডাকা হয়েছে। আমি হিথকে মেসেজ করেছিলাম এবং সে সাড়া দিয়েছিল। কিন্তু আমি নিশ্চিত এই পর্যায়ে পরিবার গোপনীয়তা চাইবে। মনে হচ্ছে ক্যানসার খুব দ্রুত ছড়িয়ে পড়ছে, কারণ গত সপ্তাহে তিনি মাছ ধরছিলেন।’

এদিকে হিথ স্ট্রিকের শারীরিক অবস্থা নিয়ে এক বিবৃতিতে তার পরিবার জানিয়েছে, ‘হিথ মানসিকভাবে শক্ত আছে। ক্রিকেট মাঠে প্রতিপক্ষের সঙ্গে যেভাবে লড়াই করেছে, একইভাবে সে এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাবে। হিথের পরিবার আশা করছে, আপনারা এটিকে গোপনীয় পারিবারিক বিষয় হিসেবে দেখবেন। পরিবারের এই ইচ্ছাকে সম্মান জানাবেন।’

জিম্বাবুয়ের সর্বকালের সেরা বোলার মনে করা হয় স্ট্রিককে। ৬৫ টেস্ট খেলে তার উইকেট ২১৬টি। ওয়ানডেতে ১৮৯ ম্যাচে উইকেট ২৩৯ টি।

আইসিসি দুর্নীতি বিরোধী বিধির বেশ কয়েকটি ধারা ভঙ্গের দায়ে ২০২১ সালে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ হন তিনি।

হিথ স্ট্রিক ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত দুই বছর বাংলাদেশের বোলিং কোচের দায়িত্ব সামলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *