পেছনে ঝুঁটি করা লম্বা চুল, বিষণ্ণ চেহারায় ঠোঁটে ধরানো সিগারেট নিয়ে বৃষ্টিতে দাঁড়িয়ে আছেন শাকিব খান। এমন লুক নিয়েই বুধবার সন্ধ্যায় হাজির হলেন এ সুপারস্টার। সঙ্গে ফেসবুকের ক্যাপশনে জুড়ে দিলেন ‘যাত্রা শুরু’। সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, ‘প্রিয়তমা’ ‘ঈদুল আজহা’।
‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক পোস্টার শেয়ার করে সবাই নায়কের প্রশংসা করছেন। সঙ্গে জানাচ্ছেন শুভকামনা।
গতকাল রাজধানীর পুরান ঢাকায় সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন শাকিব। আজ বৃহস্পতিবার থেকে তার সঙ্গে অংশ নেবেন ইধিকা পাল। টানা একমাস চলবে শুটিং। ঢাকা ছাড়াও এর শুটিং হবে সুনামগঞ্জ, সিলেট, কক্সবাজার ও বান্দরবান।
ছবিটির নির্মাতা হিমেল আশরাফ জানান, প্রিয়তমায় নতুনভাবে হাজির হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেছেন শাকিব। পরিবর্তন এনেছেন নিজের লুকেও। অপরিপাটি, অগোছালো লুকের একটি চরিত্র থাকবে। এ কারণে শাকিব ভাই ওজন কমিয়েছেন। চরিত্র ও ছবির গল্প ডিম্যান্ড করে নতুন লুক ক্রিয়েট করা হয়েছে।
ভার্সেটাইল মিডিয়ার আরশাদ আদনান প্রযোজিত ‘প্রিয়তমা’র কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।