পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে থেকে ধরে নিয়ে যায় আধা সামরিক বাহিনী রেঞ্জার্স।
পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) একটি সূত্র জানিয়েছে, ইমরান খানকে ব্যুরোর রাওয়ালপিন্ডি/ইসলামাবাদ আঞ্চলিক সদর দপ্তরে রাখা হয়েছে। সেখানেই তার শুনানি হবে। তাকে আদালতে নেওয়া হবে না।
এদিকে এক খবরে বলা হয়েছে, এএনবি ইমরান খানের ১৪ দিনের রিমান্ড চাইবে। আদালত কমপক্ষে চার থেকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করবে বলে সংস্থাটি আশা করছে।
এনএবির একটি সূত্র পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে এ তথ্য জানিয়েছে। সূত্রটি বলেছে, ইমরান খানকে চার থেকে পাঁচ দিনের জন্য এনএবির হেফাজতে থাকতে হতে পারে।
সূত্র আরও জানায়, ইমরান খানের সঙ্গে কঠোর আচরণ করা হবে না। তাকে কেবল মামলায় তার জড়িত থাকার অভিযোগ এবং আর্থিক সুবিধা চাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ ইমরান খানকে কোথায় রাখা হয়েছে সেই প্রশ্ন তুলেছে। এক টুইটে পিটিআই বলেছে, ইমরান খানকে কেন আইনি সহায়তা গ্রহণ করতে দেওয়া হচ্ছে না, আইনজীবী এবং দলের সিনিয়র নেতাদের কেন তার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না, কেন পুলিশ লাইন হাউসকে সাময়িক আদালত রূপান্তরিত করা হচ্ছে, ইমরান খানকে কেন লুকিয়ে রাখা হচ্ছে?