শিরোপার কাছাকাছি পিএসজি

শিরোপার কাছাকাছি পিএসজি

খেলাধুলা

ত্রয়াকে হারিয়ে শিরোপা ধরে রাখার পথে আরেক ধাপ এগিয়ে গেল পিএসজি। চোটের জন‍্য দীর্ঘদিন দলে নেই ব্রাজিল সুপারস্টার নেইমার। অনুমোদনহীন সৌদি সফরে গিয়ে দুই সপ্তাহের জন‍্য নিষিদ্ধ হয়েছেন লিওনেল মেসি। বড় দুই তারার অনুপস্থিতিতে ক্লাবকে পথ দেখালেন কিলিয়ান এমবাপে। প্রতিপক্ষের মাঠে রোববার রাতে ৩-১ গোলে জিতেছে প্যারিস জায়ান্টসরা।

আগের ম্যাচেই পয়েন্ট টেবিলের তলানির দল লঁরিয়ার বিপক্ষে হারের পর সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছিল মেসি-এমবাপেদের।ফরাসি ক্লাবটিতে চরম অস্থিরতার মধ্যেই লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার মিশনে খেলতে নামে এমবাপেরা। তবে সব ভুলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ফরাসি ক্লাবটি। ত্রয়ার মাঠে পিএসজি কোনো রকম পাত্তাই দেয়নি স্বাগতিকদের। ম্যাচের অষ্টম মিনিটেই দলকে লিড এনে দেন এমবাপে। ডি-বক্সের ভেতরে বল বিপদমুক্ত করতে ব্যর্থ হন ত্রয়ার ডিফেন্ডার। সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেন ফরাসি এই তারকা।

ত্রয়া গোলরক্ষকের দারুণ নৈপুণ্যে প্রথমার্ধে আর জাল খুঁজে পায়নি পিএসজি। উল্টো ৪৫তম মিনিটে সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল স্বাগতিক দলটি। পোস্ট ঘেঁষে নেওয়া দারুণ ডাইভিং হেড ঝাঁপিয়ে পড়ে কোনোমতে ঠেকিয়ে দেন জিয়ানলুইজি দোন্নারুম্মা।

দ্বিতীয় হাফে আবারো গোল পায় পিএসজি। ম্যাচের ৫৯ মিনিটে ভেরাত্তির দারুণ ক্রসে হেড করে গোলের ব্যবধান দিগুণ করেন ভিতিনিয়া। ম্যাচ শেষের সাত মিনিট আগে এক গোল শোধ দেন ত্রয়ার শাভালেরিন। তবে তার তিন মিনিট পরই অর্থাৎ ম্যাচের ৮৬ মিনিটে আবারো গোল করে দলের জয় নিশ্চিত করেন ফ্যাবিয়ান রুইজ। রেনাতো সানচেসের ক্রসে এমবাপ্পের হেড কোনোমতে ফিরিয়ে দেন ত্রয়ার গোলরক্ষক। তবে কাছে থাকা রুইজ ফিরতি বলে নেন বুলেট গতির শট। তাতেই পিএসজির জয়নিশ্চিত হয়।

৩৪ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে লেন্স। আর ৭০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে মার্সেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *