ট্রেলার মুক্তির পর থেকেই পরিচালক সুদীপ্ত সেনের ‘দ্য কেরালা স্টোরি’ ছবি নিয়ে চলছে বিতর্ক। ফলে ধারণা করা হয়েছিল বিতর্কের কারণে প্রভাব পড়বে ছবিটির বক্স অফিস আয়ে। তবে ছবিটি মুক্তির পর দেখা গেল অন্য চিত্র। প্রথম দুই দিনের আয়ে ছবিটি পেছনে ফেলেছে ‘দ্য কাশ্মীর ফাইলস’কেও!
রবিবার বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ টুইট করে জানান, শুক্রবার ছবিটি আয় করেছে ৮.০৩ কোটি। গতকাল শনিবারে হয় ১১.২২ কোটি। দুই দিন মিলিয়ে আয় দাঁড়িয়েছে ১৯.২৫ কোটি রুপি। গত বছরের সবচেয়ে হিট নন-কমার্শিয়াল ছবি ছিল ‘কাশ্মীর ফাইলস’। যার প্রথম দিনের আয় ছিল ৩.৫৫ কোটি। আর দ্বিতীয় দিনে তা বেড়ে হয়েছিল ৮.৫০ কোটি। আর প্রথম দুই দিন মিলিয়ে হয়েছিল ১২.০৫ কোটি।
তরণ আদর্শ ছবিটির এমন সাফল্যকে ‘সেনসেশনাল’ বলে আখ্যা দেন। তার মতে, ছবিটি চলছে শুধু মানুষের মৌখিক প্রচারের কারণে। এই ছবিতে নেই তেমন কোনো বড় তারকা। অন্য দিকে ‘কাশ্মীর ফাইলস’-এ ছিলেন মিঠুন চক্রবর্তী ও অনুপম খেরের মতো তারকারা। তাই তো রীতিমতো বিস্মিত হচ্ছেন এই চলচ্চিত্র বিশ্লেষক।