আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী মো. আজমত উল্লা খানকে সশরীর উপস্থিত থেকে আজ রোববার (৭ মে) ব্যাখ্যা দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত বৃহস্পতিবার ইসি সচিবালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, মো. আজমত উল্লা খানের প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সশরীর উপস্থিত হয়ে সে ব্যাখ্যা দিতে হবে।
চিঠির বিষয়ে আজমত উল্লা খান বলেন, তিনি নির্বাচনের কোনো আচরণবিধি লঙ্ঘন করেননি।
এদিকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আজ হাইকোর্টে যাচ্ছেন জাহাঙ্গীর আলম। দলীয় মনোনয়ন না পেলেও নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়াননি জাহাঙ্গীর। স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। কিন্তু গত রোববার যাচাই–বাছাইয়ে ঋণখেলাপির দায়ে তার মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা ফরিদুল ইসলাম। এ সিদ্ধান্তের বিরুদ্ধে জাহাঙ্গীর বিভাগীয় কমিশনার কাছে আপিল করেন। গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলামও ঋণখেলাপির কারণে জাহাঙ্গীরের মনোনয়ন বাতিল করে রিটার্নিং কর্মকর্তার দেওয়া আদেশ বহাল রাখেন।
আজ হেভিওয়েট এই দুই প্রার্থীর ভাগ্যে কী ঘটে তা দেখার অপেক্ষায় রয়েছেন নগরবাসী।
ইসি ঘোষিতি তফসিল অনুযায়ী, গাজীপুর সিটি ভোটের প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৮ মে, প্রতীক বরাদ্দ ৯ মে এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে।