গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আচরণবিধি ভঙ্গের অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছেন, ‘জ্ঞাতসারে কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করিনি। সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের সহযোগিতা করব।’ আজ রোববার নির্বাচন ভবনে আধা ঘণ্টা শুনানি শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এদিকে সাংবাদিকদের সিইসি বলেছেন, অজ্ঞাতসারে আচরণবিধি ভঙ্গ করে থাকলে আজমত উল্লা খান বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করেছেন। আমরা তার বক্তব্যে সন্তুষ্ট।