কোক স্টুডিও বাংলা: এবার আসছে ‘দেওরা’

কোক স্টুডিও বাংলা: এবার আসছে ‘দেওরা’

বিনোদন

নৌকাবাইচে ‘হাত ছেড়ে দাও সোনার দেওরা রে’ গানের তালে দ্রুতলয়ে বইঠা ঠেলেন মাঝিমাল্লারা। উত্তরবঙ্গের সিরাজগঞ্জ, পাবনা, রাজশাহী, রংপুর অঞ্চলে নৌকাবাইচের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে জনপ্রিয় সারিগানটি। নৌকাবাইচে মাঝির শক্তি সঞ্চার ও ছন্দ আনার উদ্দেশ্যে গানটি পরিবেশন করা হয়। মাঝিদের মুখ থেকে মুখে ফেরা গানটি নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা। আগামীকাল রোববার প্রকাশ পাবে ‘দেওরা’।

গানটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে শুনেছেন প্রীতম হাসান। কোক স্টুডিও বাংলার তরফ থেকে গান করার প্রস্তাব পাওয়ার পর গানটি নিয়ে কাজের আগ্রহ দেখান তিনি। প্রীতম হাসান গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে অর্ণব ভাই বলেছিলেন, “তুমি কী ধরনের গান করতে চাও?” আমার মাথায় ছিল, একটি সারিগান করব। সেই ভাবনা থেকেই গানটি করেছি।’
কোক স্টুডিও বাংলা বলছে, ‘দেওরা’ গানের মূল স্রষ্টা ফজলু মাঝি (ফজলুল হক)। নিজের লেখা গানটির সুরও বেঁধেছেন তিনি। ফজলু মাঝি পেশাদারভাবে নৌকাবাইচ করেন, তাঁর একটি নৌকাবাইচের দল রয়েছে। বাইচের সময় দলের সদস্যদের নিয়ে দলগতভাবে গানটি পরিবেশন করেন ফজলু মাঝি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *