প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার

প্রিয়াঙ্কার মাধ্যমে পৃথিবীর সামনে এলো বহুমূল্য রত্নের সম্ভার

বিনোদন
দেশের মাটি হোক বিদেশের অনুষ্ঠান। যে কোনো গ্ল্যামারাস অনুষ্ঠানে, হলিউড-বলিউড মাতানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার ঝকঝকে উপস্থিতি সবার নজর কাড়ে। প্রত্যেক বছরের মতো এবারও ‘মেট গালা ২০২৩’-এর লাল গালিচায় পিগি চপস দ্যূতি ছড়িয়েছেন। তবে এবার সবকিছুর মধ্যেও ঝলমল করল তার নেকলেস ।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুযায়ী বলিউড তারকা প্রিয়াঙ্কা এদিনের ইভেন্টে গলায় তুলেছিলেন ১১.৬ ক্যারাট হিরের নেকলেস। ইতালির লাক্সারি ফ্যাশন ব্র্যান্ড ‘বুলগারি’ থেকে আনানো হয়েছে এই বিশেষ গয়না। যার দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।প্রতিবেদনে আরো বলা হয়েছে, আন্তর্জাতিক জেমোলজিক্যাল ইনস্টিটিউটের মতে প্রিয়াঙ্কার হারটি ব্লু-ডায়মন্ড দিয়ে তৈরি। আর তা বেশ বড় বড়। যা এমনিতে দেখলেই মুগ্ধ হয়ে যেতে হয়। সমস্ত কিছু মিলিয়ে হারের আনুমানিক মূল্য প্রায় ২৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ২০৪.৫ কোটি টাকা।

জানা যায় জেনেভার লাক্সারি উইকে হারটি নিলামে তোলা হবে। ১২ মে হবে এই নিলাম। তার আগে প্রিয়াঙ্কার মাধ্যমে সারা পৃথিবীর সামনে এলো বহুমূল্য এই রত্নের সম্ভার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *