পিএসজিতে আগুন লাগিয়ে সৌদিতে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন মেসি

পিএসজিতে আগুন লাগিয়ে সৌদিতে ‘কোয়ালিটি টাইম’ কাটাচ্ছেন মেসি

খেলাধুলা
পিএসজিতে সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। ছন্দহীনতায় বেশ কয়েকবার সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে তাকে। এবার পিএসজি কর্তাদের অনুমতি না নিয়ে সৌদি আরবে গিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। হয়েছেন নিষিদ্ধ। সৃষ্ট পরিস্থিতি নিয়ে কি বিচলিত বিশ্বকাপ জয়ী তারকা? সৌদিতে পরিবারের সঙ্গে ‘কোয়ালিটিটাইম’ কাটানো আমুদে মেসিকে দেখে অন্তত তা মনে হচ্ছে না।
সৌদি আরবের পর্যটনদূত লিওনেল মেসি। এই খাতকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে দ্বিতীয় দফায় মরুর দেশটিতে গিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। মেসির সৌদি ভ্রমণে মত ছিল না পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের এবং স্পোর্টস ডিরেক্টর লুইস ক্যাম্পোসের। ঘটনার জেরে মঙ্গলবার রাতে মেসিকে দুই সপ্তাহের জন্য নিষিদ্ধ ঘোষণা করে পিএসজি। নিষেধাজ্ঞা পাওয়ার কয়েক ঘণ্টা পর মেসির সৌদি ভ্রমণের নতুন ছবি প্রকাশ পায় সোশ্যাল মিডিয়ায়। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল খতিব নিজের টুইটার হ্যান্ডেল থেকে ছবিগুলো পোস্ট করে লিখেন, সৌদিতে পরিবারের সঙ্গে কোয়ালিটিটাইম কাটাচ্ছেন মেসি।

একটি ছবিতে দেখা যায়, স্ত্রী ও সন্তানদের নিয়ে ইনডোর গেমস খেলছেন মেসি। অন্য দুটি ছবিও রিয়াদের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর। আহমেদ আল খতিবের টুইট বার্তায় লেখা হয়, ‘রিয়াদ সিটি বুলেভার্দে বিকালে খেলাধুলা, ভার্চুয়াল জগতে ঘুরে পরিবার নিয়ে দারুণ সময় কাটিয়েছেন মেসি। এরপর পরিবার নিয়ে বিলাসবহুল শপিং এবং আন্তর্জাতিকমানের রেস্তোরাঁয় গিয়েছিলেন তিনি।’ফরাসি রেডিও ‘ফ্রান্স ব্লিউ’র বরাত দিয়ে আরএমসি স্পোর্টস জানিয়েছে, মেসিকে  নিষিদ্ধ করার খবরটি ফোনে তাকে জানিয়েছেন পিএসজির ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। এদিকে গোলডটকমের প্রতিবেদনে বলা হয়, সৃষ্ট পরিস্থিতিতে এটা প্রায় নিশ্চিত যে মেসির সঙ্গে চুক্তি বাড়াবে না পিএসজি। ফরাসি লিগ ওয়ানের চলতি মৌসুমে লা প্যারিসিয়ানদের বাকি ৫ ম্যাচ। নিষেধাজ্ঞার কারণে আগামী ৭ই মে ত্রয়েস এবং ১৩ই মে আজাক্সিওর বিপক্ষে ম্যাচ মিস করতে পারেন মেসি। খেলতে পারেন শেষের তিন ম্যাচ। এর মধ্য দিয়েই হয়তো  পিএসজি অধ্যায়ের ইতি টানবেন মেসি।

নতুন মৌসুমে পিএসজি ছাড়লে মেসির নতুন গন্তব্য কী? ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, দ্বিতীয় দফায় বার্সেলোনাই হতে পারে আর্জেন্টাইন সুপারস্টারের নতুন ঠিকানা। ব্লাউগ্রানাদের সঙ্গে মেসিকে ভেড়ানোর লড়াইয়ে টাকার বস্তা নিয়ে নেমেছে সৌদি প্রো লীগের দল আল হিলাল এফসি। এমএলএস ক্লাব ইন্টার মায়ামিও রয়েছে লড়াইয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *