জরিমানা নয়, গম্ভীর-কোহলিদের ঘটনায় অন্য শাস্তি চান গাভাস্কার

জরিমানা নয়, গম্ভীর-কোহলিদের ঘটনায় অন্য শাস্তি চান গাভাস্কার

খেলাধুলা

আইপিএলে এখন খেলা নিয়ে যত আলোচনা, তার চাইতে বেশি আলোচনা খেলার বাইরের ঘটনা নিয়ে। রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও লখনৌ সুপার জায়ান্টসের ম্যাচের মধ্যে ও ম্যাচ শেষে বিরাট কোহলির সঙ্গে গৌতম গম্ভীর-নাভিন-উল-হকের উত্তপ্ত বাক্য বিনিময় নিয়েই হচ্ছে তুমুল আলোচনা-সমালোচনা। মাঠের বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও নিয়ে গেছেন খেলোয়াড়রা। এসব বিষয়ে মুখ খুলেছেন ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারও।

ওই ঘটনায় মঙ্গলবার আইপিএলের আচরণবিধি ভঙ্গের দায়ে অবশ্য কোহলি, গম্ভীর ও নাভিনকে জরিমানা করেছে বিসিসিআই। এর মধ্যে কোহলি ও গম্ভীরের ম্যাচ ফির পুরোটা আর নাভিনের ম্যাচ ফির অর্ধেক জরিমানা করা হয়েছে। তবে এমন জরিমানায় সন্তুষ্ট নন গাভাস্কার।

গাভাস্কার বলেছেন, ‘আমি কিছুক্ষণ আগে ভিজ্যুয়াল (তর্কের সেই ভিডিও) দেখেছি। গতকাল আমি ম্যাচটি দেখতে পারিনি। এগুলো দেখতে ভালো নয়।… আমরা যখন খেলতাম তখনও হট্টগোল হতো। কিন্তু এখন যেমন আগ্রাসন দেখা যায় তখন সেটি ছিল না। এখন সবকিছুই টিভিতে দেখা যায়। এজন্য বিষয়গুলোর প্রবণতা বেড়েছে। আপনাকে টিভিতে দেখাচ্ছে মানেই অতিরিক্ত কিছু করে দেখাতে হবে আপনাকে।’

শাস্তি হিসেবে একশ শতাংশ জরিমানার কঠোর সমালোচনা করেছেন গাভাস্কার। এসব জরিমানা পরবর্তীতে এ ধরনের কাজ না করার শিক্ষা দিতে পারবে না বলে মনে করেন তিনি। বরং তিনি চান এসব ঘটনায় কয়েক ম্যাচ না খেলতে দেওয়ার শাস্তির ব্যবস্থা রাখতে। যাতে দলও এই কারণে ভুক্তভোগী হয়।গাভাস্কারের ভাষ্য, ‘আমার কথা হচ্ছে, এমন কিছু করুন যাতে এসব ঘটনা আর না ঘটে। … আপনাকে এমন কিছু (শাস্তি) করতে হবে যা নিশ্চিত করবে এসব ঘটনা আর ঘটবে না এবং শাস্তি দলকে ভুক্তভোগী করবে। এটি কঠোর শাস্তি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *