‘কেউ বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চাইলে সাকিবকে নিয়ে করুক’

‘কেউ বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চাইলে সাকিবকে নিয়ে করুক’

খেলাধুলা

এবারের প্রিমিয়ার লিগে একটা পর্যায়ে বেশ করুন হাল ছিল মোহামেডান স্পোর্টিং ক্লাবের। প্রথম পাঁচ ম্যাচে জয় শূন্য থাকায় সুপার লিগ নিয়েই ছিল শঙ্কা। পরে সাকিব আল হাসান দলে যোগ দিতেই সব চিত্র বদলে যায়। মোহামেডানও নিশ্চিত করে সুপার লিগ। আর এর কৃতিত্ব মোহামেডান কোচ আশিকুর রহমান আশিক দিচ্ছেন সাকিবকেই।

বুধবার মিরপুরে বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিবকে প্রশংসায় ভাসিয়েছে মোহামেডান কোচ বলেছেন, ‘কেউ যদি বিশ্ব ক্রিকেট নিয়ে গবেষণা করতে চায়, তবে যেন সাকিব আল হাসানকে নিয়ে গবেষণা করে। তাহলে সে ক্রিকেট নিয়ে ধারণা পাবে, সাকিব এমন জিনিস।’

সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে ৮ রানে হেরেছে মোহামেডান। সেই ম্যাচে অবশ্য সাকিব খেলেননি। তবে লিগ পর্বের যে ম্যাচগুলো খেলেছেন, সেই ম্যাচগুলোতে দলের মধ্যে ইতিবাচক আবহ সঞ্চার করেছিলেন সাকিব।মোহামেডান কোচ আশিক বলছিলেন, ‘সে মোহামেডানে যেটা করছে, তার উপস্থিতি, তার শক্তি এমনভাবে ছড়িয়ে পড়েছে চার দিকে, যা কী না ছড়িয়ে পড়েছে আমাদের সবার ভেতরে, একটা শক্তি সৃষ্টি করেছে। এতে আমাদের সবার ভেতর থেকে শক্তিটা বের হয়ে আসছে, যেটা নিভে ছিল।’

যোগ করেন, ‘একজন কোচ হিসেবে এটা আমি দেখছি এবং সে দলের ওপর যেভাবে প্রভাব ফেলছে আসার পর। পুরো একটা উদ্দীপ্ত মহল তৈরি হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *