'আমি সুন্দরীদের জ্বালাতে চাই'

‘আমি সুন্দরীদের জ্বালাতে চাই’

বিনোদন

চিত্রনায়ক জায়েদ খান জন্ম ও বেড়ে ওঠা মফস্বলে। এর পর এসেছেন ঢাকা শহরে। ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

কথা প্রসঙ্গে জায়েদ খান জানান, তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর আর্থিক অসচ্ছলতায় দিন পার করেছেন। অনেক সময় দূর থেকে মেয়েদের দেখেও কাছে গিয়ে প্রেম নিবেদন করতে পারেননি। তবে চিত্রনায়ক হওয়ার পর জায়েদ খানের দিন বদলে গেছে।

একটি বক্তব্য দিয়ে সম্প্রতি আলোচনায় এসেছেন। বেসরকারি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, আমি মেয়েদের কাছ থেকে যত প্রেম নিবেদন পেয়েছি, সেটি ‘আনবিলিভেবল’। অনেক মেয়ে বিয়ে করছে না, করবে না নাকি আজীবন। তাদের বোঝানোর চেষ্টা করেও লাভ হচ্ছে না। বলেছি আগুনের পেছনে ছুটলে হাত পুড়ে যাবে। তবে আমি আগুন হয়েই থাকতে চাই। আমি সুন্দরীদের জ্বালাতে চাই।

তিনি বলেন, ‘তারা আমার সঙ্গে প্রেম করতে চান? আমি নাকি জাতীয় ক্রাশ। তবে তরুণীদের সাড়ায় আমি অভিভূত। তারা মন থেকে আমাকে চান। এর কারণ— আমি তো নোংরামি করিনি। করলে এতদিনে অনেক কিছু বের হতো।’

তিনি বলেন, এখন প্রতিনিয়ত মেয়েরা ফেসবুকে মন্তব্য করছেন। ফোন দিয়ে অনুরোধ করছেন ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে। অনেক মেয়ে ইনবক্সে ছবি পাঠাচ্ছেন। এর কারণ আমার মধ্যে ভেজাল নেই। টাকা, সম্মান হলে মানুষ বদলে যায়; কিন্তু জায়েদ খান অতীত মনে রাখে। আমি ছোট থেকে বড় হয়েছি। এসব কথা মেয়েরা পছন্দ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *