সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

সৌদিতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা

বাংলাদেশ
সৌদি আরবে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের তথ্যমতে, আগামী ২৭ জুন আরাফাতের দিন হতে পারে। সে অনুযায়ী এর পরের দিন অর্থাৎ ২৮ জুন দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

আজ সোমবার দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা এমন তথ্য জানান বলে আল-আরাবিয়া প্রতিবেদন করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের গতিবিধি অনুযায়ী- আগামী ১৮ জুন আরবি জিলহজ মাসের চাঁদ দেখার জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ৯ জিলহজ পড়বে ২৭ জুন, যেদিন সৌদিতে আরাফাতের দিন পালন করা হবে।

তবে সৌদি আরবের জাতীয় চাঁদ দেখা কমিটির পক্ষ থেকে পবিত্র হজ ও ঈদুল আজহা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি।সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের এক দিন পর বাংলাদেশে মুসলমানদের অন্যতম এ উৎসব পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *