আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম

আবারও ডিবি কার্যালয়ে হিরো আলম

বাংলাদেশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে যাচ্ছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এবার তার যাওয়ার কারণ হচ্ছে, সম্প্রতি তার ভেরিফাইড ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আর সে কারণেই ডিবি কার্যালয়ে যাচ্ছেন তিনি।

দৈনিক আমাদের সময় অনলাইনকে হিরো আলম বলেন, ‘ক’দিন আগে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল হ্যাক হয়েছে। আর সেটি কে করেছে তাও আমার জানা। আলী আসকর নামে একজন প্রবাসী এই কাজটি করেছে। তার সঙ্গে আমাদের দেশের অনেকেই জড়িত আছে। বিষয়টি আমি হারুন স্যারকে (ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান) জানিয়েছি। তিনি বলেছেন আসার জন্য। তার সঙ্গে দেখা করতেই এখন ডিবিতে যাচ্ছি।’

এর আগে, গেল ১ এপ্রিল ডিবি কার্যালয়ে গিয়ে হারুন অর রশীদের সঙ্গে দেখা করেন হিরো আলম। সেসময় তিনি জানান, ব্যক্তিগত কাজে ডিবি অফিসে গিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউব প্ল্যাটফর্মে তাকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ও নানা বিষয় নিয়ে  কথা বলেন হিরো আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *