টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি ভারত, বাংলাদেশ কোথায়

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে যথারীতি ভারত, বাংলাদেশ কোথায়

খেলাধুলা

টি-টোয়েন্টিতে ভারতের আধিপত্য চলছেই। আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে তারাই আছে টেবিলের সবার ওপরে। দুইয়ে আছে এই সংস্করণের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ভারতের রেটিং পয়েন্ট ২৬৭। তাদের চেয়ে রেটিং ৮ কম ইংল্যান্ডের (২৫৯)।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপপর্ব থেকে বাদ পড়ার পর ২০২২ আসরে সেমিফাইনাল খেলে ভারত। ২০২০ সালের মে থেকে এ পর্যন্ত দ্বিপাক্ষিক মাত্র একটি সিরিজে হেরেছে (২০২১ সালে শ্রীলংকার বিপক্ষে) ভারত। এছাড়া ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি সিরিজে করেছে ড্র।

পাকিস্তানের ঘরের মাটিতে তাদের বিপক্ষে ২-২ ব্যবধানে সিরিজ ড্র করে পাঁচ থেকে র‌্যাঙ্কিংয়ের তৃতীয় স্থানে উঠে এসেছে নিউজিল্যান্ড। ২৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তারা নিশ্বাস ফেলছে ইংল্যান্ডের ঘাড়ে। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে থাকা অন্য দুইটি দল হলো পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এই তালিকার ছয়, সাত ও আট নম্বর দল— অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা।

এদিকে, ২২২ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার নয় নম্বরে আছে বাংলাদেশ। সাকিব আল হাসানের বাহিনীর পরের জায়গাটি আফগানিস্তানের দখলে। মাত্র ৩ রেটিং পয়েন্ট পিছিয়ে তারা। তার পরের দুইটি স্থানে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *