ছেলের নির্দেশনায় এবার শাহরুখ

ছেলের নির্দেশনায় এবার শাহরুখ

বিনোদন

পরিচালক হিসাবে গত সপ্তাহেই অভিষেক ঘটেছে শাহরুখ পুত্র আরিয়ানের। নিজের ব্র্যান্ডের পোশাকের বিজ্ঞাপনের শ্যুটিংয়ের নির্দেশনা দিয়েছেন খান পুত্র। আরিয়ানের নির্দেশনায় কাজ করেছেন বলিউডের কিং ওরফে শাহরুখ খান। প্রথমবার কর্মসূত্রে বাবা-ছেলেকে একসাথে পেয়ে মুগ্ধ ভক্তরা। ব্র্যান্ডের প্রমোশনের টিজার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হতেই শুভেচ্ছা আর ভালোবাসায় ভেসে যান বাবা ছেলের এই জুটি। বাবার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সম্প্রতি এক সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন লাক্সরি স্ট্রিটওয়্যার ব্র্যান্ড D’Yavol X-এর মালিক আরিয়ান খান।

শ্যুটিং সেটে শাহরুখের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে আরিয়ান বলেন, ‘বাবার সঙ্গে কাজ করতে গিয়ে কখনও চ্যালেঞ্জিং বলে মনে হয়নি। শাহরুখ খানের অভিজ্ঞতা আর কাজের ধরন সেটে সকলের কাজকে সহজ করে দেয়।’

আরিয়ান আরও বলেন, ‘কাস্ট অ্যান্ড ক্রু-এর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করেন তিনি। সবাইকে সম্মানও করেন। যখন উনি সেটে থাকেন তখন আমি জানি যে আলাদা গুরুত্ব দিতে হবে। তাই সেটে উনার থেকে যেটুকু শেখার শিখে নিয়েছি।’শাহরুখ কি তাঁকে কোনও ইনপুট দিতেন? উত্তরে আরিয়ানের জানান, ‘নিশ্চয়ই। উনি দিতেন। এই প্রজেক্টের সঙ্গে যুক্ত সকলেই নিজেদের মতো করে ইনপুট দিয়েছেন। কারও ইনপুট যদি নাও নিতে পারি তাহলেও সেটা শোনা দরকার। কারণ ফিল্মমেকিং একটা গ্রুপ ওয়ার্ক। তবে আমার বাবার ইনপুট আমার থেকে অনেকটাই আলাদা। তবুও দুজনেরটাই যদি সমান প্রাধান্য পায় তাহলে দুপক্ষের ভাবনাকে কাজে লাগিয়েই শ্যুট করা উচিত।’

আরিয়ান একাধিকবার জানিয়েছেন, তিনি বাবার মতো অভিনেতা হতে চান না কোনোদিন। ফিল্মমেকার হিসাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। একাধিক ব্যবসার সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন তিনি। এছাড়াও ওয়েব সিরিজের স্ক্রিপ্টও লিখছেন যা তিনি নিজেই পরিচালনা করবেন বলে ঠিক করেছেন। গত বছরই নিজের ইনস্টাগ্রাম একাউন্টে মনের এ ইচ্ছা ব্যক্ত করেছেন আরিয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *