‘তোমাকে খুব ভালোবাসি, সব কিছুর জন্য ধন্যবাদ’, কাকে বললেন কঙ্গনা

‘তোমাকে খুব ভালোবাসি, সব কিছুর জন্য ধন্যবাদ’, কাকে বললেন কঙ্গনা

বিনোদন
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি দেখতে দেখতে ১৭ বছর পার করছেন ইন্ডাস্ট্রিতে। এ অভিনেত্রী যতটা কাজের মধ্যে দিয়ে খবরের শিরোনাম হয়েছেন, তার থেকে বেশি শিরোনামে থেকেছেন বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্যের জেরে।

কখনো বলিউডে স্বজনপোষণ নিয়ে মুখ খুলে সমালোচিত আবার কখনো ইন্ডাস্ট্রির অভ্যন্তরীণ কোন্দল নিয়ে মুখ খুলে ব্যাপক সমালোচিত হয়েছেন এ অভিনেত্রী। এক কথায় সব সময় প্রতিবাদ মুখর থাকেন এ নায়িকা।

তবে এবার কঙ্গনার কণ্ঠে ভিন্ন সুর। সমালোচনা এড়িয়ে গুণগানের সুর। সম্প্রতি এক পরিচালকের গুণগান গেয়ে ধন্যবাদ দিয়েছে এ অভিনেত্রী। সেটি আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টও করেছেন।অভিনেত্রীর এমন অবস্থানে শুধু অবাক করেনি, ভাবিয়েও তুলেছে অনুরাগীদের।

এ অভিনেত্রী ২০০৬ সালে বলিউডে পা দেন। পরিচালক অনুরাগ বসুর হাত ধরে ‘গ্যাংস্টার’ছবিতে অভিনয়ের মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করেন। সে অভিনয়ে নজর কেড়েছিল দর্শকদের। পরে ২০০৭ সালে অনুরাগের ‘লাইফ ইন আ মেট্রো’ছবিতে অভিনয় করেন কঙ্গনা। সেই ছবির সেটে পরিচালক অনুরাগ ও নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন কঙ্গনা।

সেখানে লিখেন, ১৭ বছর আগে ২০০৬ সালের ২৮ এপ্রিল আমাকে বলিউডে লঞ্চ করেছিল অনুরাগ বসু। ‘লাইফ ইন আ মেট্রো’র সেটের ছবিতে। এ ভাবেই আমাকে ট্রেনিং দিত পরিচালক অনুরাগ। ‘তুই চুপ কর’অনুরাগের সবচেয়ে প্রিয় ট্রেনিং মন্ত্র। তোমাকে খুব ভালবাসি, সব কিছুর জন্য অনেক ধন্যবাদ।  কঙ্গনা আরও লেখেন, আমাকে বলা হয়েছিল, অভিনেত্রীরা নাকি ৪-৫ বছরেই ফুরিয়ে যান। আর আমি ১৭ বছর পূর্ণ করলাম! নিজের পথচলা নিয়ে যে বেশ গর্বিত, তা স্পষ্ট কঙ্গনার লেখায়।

এদিকে চলতি বছরে ‘ইমার্জেন্সি’ছবির মাধ্যমে বড় পর্দায় ফিরেছেন কঙ্গনা রানাউত। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবন অবলম্বনে তৈরি হচ্ছে ‘ইমার্জেন্সি। ছবিতে অভিনয়ের পাশাপাশি পরিচালনা ও প্রযোজনার দায়িত্ব পালন করছেন কঙ্গনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *