আদিপুরুষের নতুন পোস্টারে প্রশংসায় ভাসছেন কৃতি শ্যানন

আদিপুরুষের নতুন পোস্টারে প্রশংসায় ভাসছেন কৃতি শ্যানন

বিনোদন
প্রকাশ পেলো ‘আদিপুরুষ’ সিনেমার নতুন আরেকটি পোস্টার। বহুল আলোচিত ও প্রতীক্ষিত এই চলচ্চিত্রটির অন্যতম ভূমিকায় অভিনয় করা কৃতি শ্যাননের পোস্টার প্রকাশ করেছেন নির্মাতারা।
পোস্টার প্রকাশ হতেই রীতিমতো আলোচনা শুরু হয়েছে কৃতিকে ঘিরে। সকলের প্রশংসায় ভাসছেন অভিনেত্রী।ওম রাউত পরিচালিত ‘আদিপুরুষ’ চলচ্চিত্রে মাতা জানকীর ভূমিকায় দেখা যাবে কৃতি শ্যাননকে। পোস্টারে শাড়িতে দেখা গেছে অভিনেত্রীকে। মাথায় জড়ানো গেরুয়া রঙের ওড়না, সিঁথিতে সিঁদুর, কপালে টিপ। চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। সীতা নবমীর দিন এভাবেই জানকীর বেশে ধরা দিলেন কৃতি শ্যানন। আর রামের বেশে ধরা দেবেন প্রভাস।

শনিবার (২৯ এপ্রিল) মুক্তি পাওয়া এই মোশন পোস্টারের শুরুতেই দেখা গেছে ‘রাম’ প্রভাসকে। তারপরই চোখে পানি নিয়ে জানকীর বেশে ধরা দেন কৃতি। হিন্দু পুরাণ ‘রামায়ণ’-এর গল্প থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে সিনেমাটি।মোশন পোস্টার শেয়ার করে কৃতি লিখেছেন, ‘সীতা রাম চরিত, অতি পাবন’। সিনেমাটির আরও একটি পোস্টার শেয়ার করে কৃতি লিখেছেন, ‘অমর রাম, জয় শ্রী রাম’।

এদিকে পোস্টারটি ঘিরে নতুন করে উন্মাদনা তৈরি হয়েছে ভক্তদের মাঝে। কৃতির লুকের প্রশংসা করছেন সকলে। মন্তব্যে কেউ লিখছেন, ‘অসাধারণ হয়েছে। ব্লকবাস্টার হতে যাচ্ছে।’ কেউ বা লিখেছেন, ‘কি বলবো আসলে? জয় মাতা সীতা বা জয় মাতা কৃতি!’ কেউ কেউ লিখেছেন, ‘এখনও পর্যন্ত আপনার সেরা পোস্টার।’
যদিও মুক্তির আগেই ‘আদিপুরুষ’ নিয়ে চলছে একের পর এক বিতর্ক। এর আগে সিনেমাটির ভিএফএক্স নিয়ে তুমুল সমালোচনা হয়। তবে মুক্তি পিছিয়ে ভিএফএক্স কিছুটা পরিবর্তন করার আশ্বাস দেন পরিচালক। নতুন শেয়ার করা টিজারেও একই সমালোচনায় পড়েন নির্মাতারা। অবশেষে বিতর্কের মাঝেই পর্দায় আসতে চলেছে সিনেমাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *