আরাধ্যকে নিয়ে ভুয়া খবর, মামলা দায়ের বচ্চন পরিবারের

আরাধ্যকে নিয়ে ভুয়া খবর, মামলা দায়ের বচ্চন পরিবারের

বিনোদন
অমিতাভ বচ্চনের নাতনি তথা অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনকন্যা আরাধ্যার নামে ভুয়া খবর ছড়ানোর অভিযোগে এক ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বচ্চন পরিবার।

বুধবার দিল্লি হাই কোর্টে এই ধরনের ঘটনায় আইনের সাহায্য চাইলেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। খবর অনুযায়ী, একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে স্বাস্থ্য নিয়ে ভুয়া খবর প্রচারিত হয়। এই ধরনের খবরের বিরুদ্ধে আইনের হস্তক্ষেপ দাবি করেছে বচ্চন পরিবার। মাঝে-মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয় আরাধ্যা বচ্চনকে। এর আগেও ট্রোলারদের একহাত নিয়েছিলেন অভিষেক বচ্চন। তবে সেই প্রতিবাদের ফলেও যে কিছু হয়নি তার প্রমাণ এই ধরনের ভুয়া খবর ছড়ানোর মধ্যে দিয়েই বোঝা যায়। আগামী ২০ তারিখ এই মামলার শুনানি রয়েছে। প্রসঙ্গত, মেয়েকে নিয়ে গিয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবে। রেড কার্পেটে নিজের সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন।

কিন্তু বিতর্ক পিছু ছাড়ল না ঐশ্বরিয়া রাই বচ্চনের। নেটিজেনদের একাংশের নিন্দার পাত্রী হতে হল তাকে। শুধু তাঁকেই নয় ছোট্ট আরাধ্যা বচ্চনকেও। কেন? কী অপরাধে ভারচুয়াল জগতে কাঠগড়ায় দাঁড়াতে হল প্রাক্তন বিশ্বসুন্দরীকে? কারণ, যে মেয়েকে যন্ত্রণা সহ্য করে জন্ম দিয়েছেন, ভালোবেসে তার ঠোঁটে চুম্বন করেছিলেন। আর সে ছবি আপলোড করেছিলেন নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে। সেই ছবি নিয়েও ট্রোলড হতে হয়েছিল ছোট্ট আরাধ্যকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *